Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Negotiation
on 29/12/2023, 06:34:09 UTC
কিন্তু এভাবে ব্যাবসা করে আসলে তেমন কোনো লাভ হবে না। সকলের পরামর্শ নিয়েই তাই আপাতত এই বিজনেস এর প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে।

আসলে অনেক বছর ধরে নিজের চোখের সামনে অনেকের সাথে অনেক খারাপ কিছু হতে দেখেছি শুধুমাত্র ডলার বাইসেল এর কারণে, আর বাংলাদেশে যেকোনো বৈধ ব্যাবসা করলে দেখা যায় যে মানুষ শত্রুতা করে অনেক ভাবেই ক্ষতি করে থাকে, আর যেকোনো ব্যবসাতে কেউ যদি মনে করে কারো ক্ষতি করবে তাহলে সেটা সমভাব, কারণ বাংলাদেশের আইন একেক সময় এবং আলাদা ব্যক্তির ক্ষেত্রে আলাদা ভাবে কাজ করে। আমার মনে হয়না যে এগুলো করতে যেয়ে আপনারা যারা একটু র‍্যঙ্ক আপ করতে পেরেছেন তাদের কোন ঝামেলাতে জরানো উচিত ।

একবার যদি কোনোভাবে আইনের ঝামেলাতে পরেন তাহলে সারাজীবন মানুষ এটা নিয়ে কথা বলবে, আমার কাছে মনে হয় এগুলার থেকে সম্মান আগে।