Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 29/12/2023, 05:02:08 UTC
মেইন কথা আপনাকে অনুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনার অবস্থানে আমি থেকে কথাগুলো বললাম এগুলোর চিন্তা আমার মাথায় মাঝেমধ্যে আসে কিন্তু আমাদের মেইন প্রতিবন্ধকতার কারণে কোন টিকেই রূপান্তরিত করতে পারছি না।  Sad

এক্সচেঞ্জ এর ব্যাবসা করতে গেলে নিজের আইডেন্টিটি হাইড রাখা কঠিন একটা ব্যাপার হবে। এটা সত্তিই বলেছেন।
বিকাশে অটোমেটেড পেমেন্ট কিভাবে কাজ করে? অনেক পেমেন্ট প্রসেসর আছে যেগুলো আপনাকে পেমেন্ট প্রসেস (গ্রহণ, পাঠানো) করতে সহায়তা করবে। তারা ক্যাসিনোর সাথে কাজ করে। সেগুলো কিভাবে কাজ করে কিংবা কি ধরনের ডকুমেন্ট তারা চায় সেটা খতিয়ে দেখতে পারেন। আমার খুব বেশি ধারনা নাই। সম্প্রতি দেখলাম কয়েনস.গেম বিকাশ নগদে অটোমেটেড পেমেন্ট প্রসেস করছে যদিও তারা শুধু ডিপোজিটের সময়ই এইটা ব্যবহার করে থাকে।

তারা যে অটোমেটিক পেমেন্ট প্রসেস করে সেটা যখন তাদের কন্টেস্ট হয়, সেই সময়েই আমি খেয়াল করেছিলাম। তবে তারাও থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে থাকে। তবে এদের সাথে জড়িত হওয়ার ইচ্ছা নাই আপাতত, তাই এগুলা নিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। কিন্তু আমি চাচ্ছিলাম এক্সচেঞ্জ বিজনেস করতে। কিন্তু দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় বিকাশ নগদ দিয়ে পেমেন্ট নিয়ে বা পেমেন্ট করে লেনদেন করাও রিস্ক মনে হচ্ছে। একমাত্র উপায় হচ্ছে ডলার টু ডলার বাই সেল করা। অথবা নেটেলার টু স্ক্রিল। কিন্তু এভাবে ব্যাবসা করে আসলে তেমন কোনো লাভ হবে না। সকলের পরামর্শ নিয়েই তাই আপাতত এই বিজনেস এর প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে।