তারা যে অটোমেটিক পেমেন্ট প্রসেস করে সেটা যখন তাদের কন্টেস্ট হয়, সেই সময়েই আমি খেয়াল করেছিলাম। তবে তারাও থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করে থাকে। তবে এদের সাথে জড়িত হওয়ার ইচ্ছা নাই আপাতত, তাই এগুলা নিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। কিন্তু আমি চাচ্ছিলাম এক্সচেঞ্জ বিজনেস করতে। কিন্তু দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় বিকাশ নগদ দিয়ে পেমেন্ট নিয়ে বা পেমেন্ট করে লেনদেন করাও রিস্ক মনে হচ্ছে। একমাত্র উপায় হচ্ছে ডলার টু ডলার বাই সেল করা। অথবা নেটেলার টু স্ক্রিল। কিন্তু এভাবে ব্যাবসা করে আসলে তেমন কোনো লাভ হবে না।
বর্তমানে দেশের যে পরিস্থিতি, ক্রিপ্ত কারেন্সি এর ওপর আইনের কোন শিথিলতা এখনো আসতেছে না। আর আমার মনে হচ্ছে এই শিথিলতা আসতেও আরো অনেক সময় লাগবে।
তাই বর্তমানে আমরা যা করতে পারি সেটা হল যে এই ক্রিপ্টো কারেন্সি এর জগতে থেকেই ক্রিপটো কারেন্সি আর্ন করা এবং রিয়েল লাইফে যতটুকু প্রয়োজন বা যখন প্রয়োজন তখন ওই অর্থ বের করে ব্যবহার করা। আমার মনে হয় আমাদের বর্তমানে আমাদের সার্ভিস সেলিং করাই একটা বেটার অপশন। এখন এইসব সার্ভিস সেলিং করে চালিয়ে যাই পাশাপাশি যদি সুযোগ আসে ডিসেন্টালাইজ কোন প্রজেক্ট এর সাথে যুক্ত হওয়ার যুক্ত হব এবং এই এক্সপেরিয়েন্স গুলো ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমাদের দেশের ক্রিপ্টো কারেন্সি এর এই প্রতিবন্ধকতা গুলো কেটে যাবে তখন কাজে লাগাবো।
সকলের পরামর্শ নিয়েই তাই আপাতত এই বিজনেস এর প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে।
গুড ডিসিশন
