বর্তমানে দেশের যে পরিস্থিতি, ক্রিপ্ত কারেন্সি এর ওপর আইনের কোন শিথিলতা এখনো আসতেছে না। আর আমার মনে হচ্ছে এই শিথিলতা আসতেও আরো অনেক সময় লাগবে। তাই বর্তমানে আমরা যা করতে পারি সেটা হল যে এই ক্রিপ্টো কারেন্সি এর জগতে থেকেই ক্রিপটো কারেন্সি আর্ন করা এবং রিয়েল লাইফে যতটুকু প্রয়োজন বা যখন প্রয়োজন তখন ওই অর্থ বের করে ব্যবহার করা। আমার মনে হয় আমাদের বর্তমানে আমাদের সার্ভিস সেলিং করাই একটা বেটার অপশন। এখন এইসব সার্ভিস সেলিং করে চালিয়ে যাই পাশাপাশি যদি সুযোগ আসে ডিসেন্টালাইজ কোন প্রজেক্ট এর সাথে যুক্ত হওয়ার যুক্ত হব এবং এই এক্সপেরিয়েন্স গুলো ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমাদের দেশের ক্রিপ্টো কারেন্সি এর এই প্রতিবন্ধকতা গুলো কেটে যাবে তখন কাজে লাগাবো।
আমার আসলে তেমন কোনো প্রজেক্ট এ কাজ করার এক্সপেরিয়েন্স নাই। বেশ কিছু ইন্টারন্যাশনাল টাইপের এক্সন্জে এ কাজ করার ট্রাই করেছিলাম। তবে বেশিরভাগ এক্সচেন্জগুলো বাংলাদেশ থেকে হায়ার করে না। এর পেছনে কি কারন থাকতে পারে জানি না। তবে ক্রিপ্টোকারেন্সি ব্যান আমাদের অনেকের জীবনে একটা অভিশাপের মতো হয়ে আছে। ব্যান উঠে গেলে খুব উপক্রিত হবো ব্যাপার টা এমন ও না। তবে, দুইটা সাইডেই বেশ সমস্যা আছে।
জানি না আপনি কোনে সার্ভিস সেলিং এর কথা বলছেন। তবে আপাতত ফোরামে সিগন্যাচার সেলিং ছাড়া তেমন কিছু করছি না। ট্রান্সলেশন করতে আমার ভালো লাগে। বেশ কিছু টপিক ট্রান্সলেট করার পর AOBT তে জয়েন করলাম। দেখা যাক, সেখান থেকে কিছু কাজ হাতে পাই কি না।