Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 30/12/2023, 13:23:52 UTC
আমার আসলে তেমন কোনো প্রজেক্ট এ কাজ করার এক্সপেরিয়েন্স নাই। বেশ কিছু ইন্টারন্যাশনাল টাইপের এক্সন্জে এ কাজ করার ট্রাই করেছিলাম। তবে বেশিরভাগ এক্সচেন্জগুলো বাংলাদেশ থেকে হায়ার করে না। এর পেছনে কি কারন থাকতে পারে জানি না। তবে ক্রিপ্টোকারেন্সি ব্যান আমাদের অনেকের জীবনে একটা অভিশাপের মতো হয়ে আছে। ব্যান উঠে গেলে খুব উপক্রিত হবো ব্যাপার টা এমন ও না। তবে, দুইটা সাইডেই বেশ সমস্যা আছে।
ঠিক বলছেন ভাই ব্যান উঠে গেলে হয়তো ২০% পার্সেন্ট বা ৩০% পার্সেন্ট করের বোঝা মাথায় নিয়ে তারপরে কাজ করতে হবে বলতে গেলে নিজের আয়ে তিন ভাগের এক ভাগ সরকারকে দিয়ে দিতে হবে তখন। তবে তারপরেও আল্টিমেটলি আমি বলব যে ব্যানটা উঠে গেলেই ভালো হবে, তবে যদি আমাদের সরকার একটু করের অনুভূতিশীল হয়, আল্টিমেটলি ভালো হবে কেন বললাম এই যে বললেন বাংলাদেশ থেকে লোক নিতে চায় না লোক হায়ার করতে চায় না, তাছাড়া আমরা লিগালি ভালো কোন স্টার্টআপ দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে নিজেরাও কোন উদ্যোগ গ্রহণ করতে পারছি না। উল্টো বিটকয়েন পেলেই তাদেরকে জেলে পাঠানো হচ্ছে।

Quote
জানি না আপনি কোনে সার্ভিস সেলিং এর কথা বলছেন। তবে আপাতত ফোরামে সিগন্যাচার সেলিং ছাড়া তেমন কিছু করছি না। ট্রান্সলেশন করতে আমার ভালো লাগে। বেশ কিছু টপিক ট্রান্সলেট করার পর AOBT তে জয়েন করলাম। দেখা যাক, সেখান থেকে কিছু কাজ হাতে পাই কি না।
সার্ভিস সেলিং বলতে আপনার যে স্কিল আছে সেই স্কিলকেই সেলিং এর কথা বলেছি, যেমন অলরেডি  দুইটা উল্লেখ করে দিয়েছেন তাছাড়া অন্যান্য স্কিল যেমন যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট তাছাড়া আরও রয়েছে ফোরামের এনাউন্সমেন্ট থ্রেড ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি।