Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 31/12/2023, 01:15:05 UTC
তবে তারপরেও আল্টিমেটলি আমি বলব যে ব্যানটা উঠে গেলেই ভালো হবে, তবে যদি আমাদের সরকার একটু করের অনুভূতিশীল হয়, আল্টিমেটলি ভালো হবে কেন বললাম এই যে বললেন বাংলাদেশ থেকে লোক নিতে চায় না লোক হায়ার করতে চায় না, তাছাড়া আমরা লিগালি ভালো কোন স্টার্টআপ দেখতে পাচ্ছি না বাংলাদেশ থেকে নিজেরাও কোন উদ্যোগ গ্রহণ করতে পারছি না। উল্টো বিটকয়েন পেলেই তাদেরকে জেলে পাঠানো হচ্ছে।
কিছুদিন আগেই একটা স্টার্ট আপ দেখলাম যেটা এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর সার্ভিস প্রোভাইড করে। অনেকটা ওয়াইস ডট কমের মতো। আর সেতার ব্যাপারে যতটুকু জানলাম, সেটার মালিক বাংলাদেশি। তো চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যদি ক্রিপ্টো লিগ্যাল হতো, তখন তো এই স্টার্ট আপ টা আমাদের হতো। এটা সম্ভবত লিটল মাউস ভাই আমাকে বলেছিলো। আমি সঠিক মনে করতে পারছি না। বাংলাদেশে অনেক ব্লকচেইন ডেভেলপার আছে যারা এসব প্রজেক্ট এ কাজ করতে আগ্রহী! কিন্তু সরকার তাদের তেমন কোনো সুবিধাই করে দিচ্ছে না। ক্রিপ্টোই যদি লিগ্যাল না হয়, তারা শিখবে কি করে?


Quote
সার্ভিস সেলিং বলতে আপনার যে স্কিল আছে সেই স্কিলকেই সেলিং এর কথা বলেছি, যেমন অলরেডি  দুইটা উল্লেখ করে দিয়েছেন তাছাড়া অন্যান্য স্কিল যেমন যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট তাছাড়া আরও রয়েছে ফোরামের এনাউন্সমেন্ট থ্রেড ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ইত্যাদি।
আমার তো তেমন কোনো এক্ট্রা বলার মতো স্কিল নাই। ডিজাইন, ডেভেলপমেন্ট ২০১৩ সালের দিকে যখন ওয়াপকা ছিলো, তখন সাইট বানায়া বানায়া সেল করতাম। ২০১৫ সালের দিকে সুমিরবিডি, ফিউশান বিডির গ্রাবার দিয়ে মিউজিক ডাউনলোড ওয়েবসাইট বানায়া সেল করতাম। এক সময় ডোমেইন হোস্টিং ও সেল করতাম। তারপর হুট করে সব থেকে বের হয়ে গিয়ে চাকরি তে মনোযোগ দিয়েছিলাম। যাই হোক, সেগুলো ছিলো কপি পেস্ট  Grin Grin