Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 01/01/2024, 05:46:27 UTC
⭐ Merited by Bd officer (1)
বাংলাদেশ কমিউনিটির সকল ভাই-বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার ভালো কাটুক সেই শুভকামনা রইলো।

আরে ভাই ২০১৪-১৫ ও ১৬ এই তিন বছর বেশি পোস্ট না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ২০১৪ ১৫ ১৬ বছরে সাধারণত পোস্ট কাউন্ট হলেই অ্যাক্টিভিটি বেড়ে যেত তখন এখানকার ইউজাররা অনেক বেশি স্পামিং করতে শুরু করেছিল। এজন্য শুরুর তিন বছর আমাদের বাংলা লোকাল কমিউনিটির বেশিরভাগ পোস্ট ডিলিট করে দেওয়া হয়। এজন্য ওই তিন বছর পোস্ট খুঁজে পাওয়া যায় না। কিন্তু পরবর্তীতে রেঙ্ক সিস্টেম পরিবর্তন হওয়ার পরপরই আমাদের কমিউনিটির পোস্ট সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এখন প্রতি মাসে আমাদের এখানে গড়ে সাড়ে চারশোর উপরে পোস্ট হয়ে থাকে। আমাদের এখানকার প্রত্যেক পোস্টেই প্রায় ভালো মানের হওয়া শুরু করেছে জন্য এখন আর ডিলেট করার প্রয়োজন হয় না।