এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
ভাই আপনি মনে হয় কুকয়েনে p2p ট্রেডিং নিয়ে আরও আগে জানতে চেয়েছিলেন? ভাই আপনি কুকয়েনে p2p ট্রেডিং করে দেখেন ভালোই আছে। ভাই আমিও বর্তমানে কুকয়েন ব্যবহার করে আসছি, আমার কাছে অনেক ভালোই লাগে। তবে আমিও বাইন্যান্সে কয়েকবার p2p ট্রেড করেছি, একটা বিষয়ে দেখেছি আমার কাছে যা মনে হয়েছে, বাইন্যান্সে p2p ট্রেড করলে সময় কম লাগে। কুকয়েনে কত সময় অনেক সময় লাগে আবার দেখা যায় ক্যান্সেল হয়ে যায়। আপনি মাত্র ৫ টা কয়েনের p2p সেল করা পারবেন, বাইন্যান্সে ১০ টার মতো আছে মনে হয়। আবার p2p সেল ডলার সেল করার জন্য সর্বনিম্ন ১০ টাকার ট্রেড করা যায়, বাইন্যান্সে মনে হয় ৪২০ টাকার নিচে ট্রেড করা যায় না। তবে একটা বিষয়ে ভালো লাগে না, অনেক গুলো কয়েন ডিপোজিট বা উইড্রোত করা যায় না। আমার কাছে কুকয়েনের চেয়ে বাইন্যান্স অনেক ভালো মনে হয়।