তবে ভাই আপনি যে টিপিকাল আচরণ এর কথা বললেন সেটা আসলে সব লোকাল বোর্ডেই রয়েছে তবে হয়তো আমরা বাঙালি বলে আমাদের এখানে বেশি নজর পড়ছে। তবে ভাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ আপনার হুংকারের জন্যই এসব একটু চেঞ্জ হয়েছে। একটা আমাদের লোকাল কমিউনিটি এর ভোটিং এবং রেওয়ার্ড এর আয়োজন করতে চেয়েছিলাম তবে এখানে এই ভোটিং এর আয়োজন করে লাভ নেই কারণটা আপনি নিজেই জানেন।

সব বোর্ড এই এমন কিছু ঘটনা ঘটে থাকে, তবে আমাদের থ্রেড এর মতো এরকম দল বেধে আকাম করতে দেখি নাই কোথাও। এমন একটা পরিস্থিতি যে বলার অব্দি কেউ থাকে না। সর্ব অঙ্গে ব্যাথা থাকলে ঔষুধ দিবেন কোথা? আমাদের থ্রেড এরকম হয়ে গিয়েছিলো। আমি একটা জিনিস চেয়েছি, সেটা হলো কোনো ইস্যু লোকাল বোর্ড এর ভেতরেই সমাধান করতে। আমাদের এই ঝামেলাগুলো যেনো লোকাল বোর্ড এর বাইরে সমাধান না করতে হয়। তাহলে দেখবেন গ্লোবাল মেম্বার রা ইনভল্ব হলে লাগাতারে ট্যাগ মারবে, তখন আপনি চাইলেই একজন কে কনভিন্স করতে পারবেন না। যেটা আমরা চাইলে আমাদের লোকাল থ্রেড এ আলোচনা সাপেক্ষে সমাধান করতে পারি।
আর কমিউনিটি রিওয়ার্ড এখানে দিয়ে তেমন কোনো লাভ হবে বলে মনে হয় না। সবচাইতে বড় সমস্যা হলো এটা ফেয়ার হবে না। সবাই কে কার সাথে ভালো সম্পর্ক, সেভাবেই ভোট দিবে। আর মাল্টিপল একাউন্ট এর কথা আপাতত ভুলে যান। তবে আমাদের থ্রেড এ পরিবর্তন এসেছে। সেটা দেখেই আমি খুশি।
এক প্রকার নিরবে নিভ্রিতে আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম
বাংলা (Bengali) হয়ে গেলো। সেটা কয়জন খেয়াল করেছেন? BitCoinDream ভাই, আপনি কি কারো মতামত নেয়ার প্রয়োজন বোধ করেন নাই? নাকি আপনার ডিসিশন সবার ওপর চাপিয়ে দিলেন? বাংলাদেশ নাম টা ভূল ছিলো কি? বাংলাদেশ ছাড়া বাইরের লোক এই থ্রেড এ আছে বলে আমার মনে হয় না।