Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BitCoinDream
on 03/01/2024, 13:10:36 UTC
এক প্রকার নিরবে নিভ্রিতে আমাদের বাংলাদেশ থ্রেড এর নাম বাংলা (Bengali) হয়ে গেলো। সেটা কয়জন খেয়াল করেছেন? BitCoinDream ভাই, আপনি কি কারো মতামত নেয়ার প্রয়োজন বোধ করেন নাই? নাকি আপনার ডিসিশন সবার ওপর চাপিয়ে দিলেন? বাংলাদেশ নাম টা ভূল ছিলো কি? বাংলাদেশ ছাড়া বাইরের লোক এই থ্রেড এ আছে বলে আমার মনে হয় না।
খেয়াল করলাম ভাই  গত কয়েক ঘণ্টা আগেই চেঞ্জ করা হলো, যদিও আমি বুঝলাম না কি কারনে করা হইল, এর সম্পর্কে কয়েক মাস আগে কথা তোলা হয়েছিল সবার মতামতের জন্য জিজ্ঞাসা করা হয়েছিল তখনো বেশিরভাগ মতামত বাংলাদেশ রাখার পক্ষেই ছিল। কিন্তু আল্টিমেটলি এমন হুট হাট ডিসিশন হবে এটা আশা করিনি। বলতে গেলে একটু ভেতরে চাপা কষ্ট পেলাম।
BitCoinDream আশা করি বিষয়টা আবারও খতিয়ে দেখবেন কারণ বর্তমানে এটা শুধু একটা সেলফ মডারেট টপিক এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে পরিণত হয়েছে।  Smiley

অনেক ভাবনাচিন্তার পরেই এই পরিবর্তনটি করা হয়েছে। এটা কোনো আকষ্মিক পরিবর্তন নয়। ২০২২ এ বিষয়টি প্রথম উত্থাপন করা হয়...

একটা বিষয় আমি কিছু সময় ধরে ভাবছি। ২০১৪ সালে যখন এই thread শুরু করি, তখন title ছিল 'বাংলাদেশ (Bengali)'। পরবর্তীকালে (অক্টোবর ২৬, ২০১৯) এটিকে পরিবর্তন করে 'বাংলাদেশ (Bangladesh)' করি। উদ্দেশ্য ছিল ভাষা ভিত্তিক না করে সম্পূর্ণ দেশ ভিত্তিক করলে যদি thread এর উন্নতি হয় সেটা দেখা। এখন আমার মনে হয় সময় এসেছে একবার সম্পূর্ণ ভাষা ভিত্তিক করলে কি সুফল হয় সেটা দেখার। অর্থাৎ thread title হবে 'বাংলা (Bengali)'। এতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের যুগ্ম প্রচেষ্টায় যদি উন্নতি হয় এবং আমরা বাংলা sub-forum পাই, তাহলে সেখানে বাংলাদেশ specific একাধিক thread থাকতে পারে।

তবে এর বিপক্ষে কোনো অকাট্য যুক্তি পাওয়া যায়নি। বরং ২০২৩ এ এক সদস্য এর সপক্ষে কিছু যুক্তি দেন যা খণ্ডন করা যায়নি...

ভাই, যারা সত্যই বাংলায় নিজস্ব সাব-ফোরাম চাইতাসেন, তারা নিচের চার্টটি ভালো কইরা দ্যাখেন...

লোকালের সাব-বোর্ডগুলাও ভালো কইরা দেখেন। ভারত ছাড়া বাকি প্রায় সমস্ত সাব-বোর্ড ভাষাভিত্তিক, দেশভিত্তিক নয়। বহু ভাষাভাষীর দেশ হওনের দরুন ভারত আলাদা সাব পাইসে। তাই হ্যাগো কথা আলাদা। খেয়াল করেন, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইত্যাদি ইংরেজি ভাষাভাষীর দেশগুলার কোনো নিজস্ব সাব নাই। আবার কাতার, সৌদি ইত্যাদি আরব ভাষাভাষীর দেশগুলা আরবিক সাবে কথা কয়। পর্তুগিজ সাবে পর্তুগাল ও ব্রাজিল উভয়ের মানুষই কথা কয়।

পাশাপাশি আরেকটা জিনিস ভাবেন। একটু যদি খোঁজ নিয়া দেখেন, তাইলে জানবেন, বিটকয়েনটক ফোরামের বিভিন্ন ঘটনায়, দেমস একাধিক আইনি সমস্যা ভোগ করসে। তাই, একটা দেশ, যেখানে ক্রিপ্টো ঘোষিতভাবে অবৈধ, সেটারে সাব দিয়া দেমস অহেতুক আইনি সমস্যা বাড়াইতে চাইবো না। কিন্তু ভাষার ভিত্তিতে সাব দিলে সেই সমস্যা নাই। কারণ বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতেই আছেন, যেখানে ক্রিপ্টো ব্যবহার আইনসিদ্ধ।

আর একখান ভুল ধারণা আছে যে বাংলা থ্রেড হইলে আমাগো ভারতে ঢুকাইয়া দিব। এইটা তিন বছর আগে হইতে পারতো। কিন্তু এখন আর হইবো না। বাংলায় এক্টিভিটি ভারতের দিয়া বেশি।

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

সাম্প্রতিককালে mixer নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে BitcoinTalk ক্রমশঃ আন্তর্জাতিক আইনি ব্যবস্থার নজরে আসছে। এদিকে বাংলাদেশে Crypto নিষিদ্ধ। তাই সরাসরি বাংলাদেশ নামে thread চালানোটা আইনি জটিলতার অবতারণ ঘটাতে পারে। উপরন্তু এখানকার সদস্যরা যে প্রত্যেকেই বাংলাদেশি, এইটা সুনিশ্চিত করার জন্যে কোনো KYC process নেই। কিন্তু সবাই যাতে বাংলা ভাষা ব্যবহার করেন, তা সুনিশ্চিত করা সম্ভব। এই সমস্তটা বিবেচনার পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন।

বাংলা ভাষায় Crypto চর্চা ও প্রসারের প্রেক্ষিতে, বিগত দিনগুলির মতো আগামী দিনগুলিতেও আপনাদের সহযোগীতা অবশ্যকাম্য...