Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 03/01/2024, 14:00:00 UTC
⭐ Merited by Crypto Library (1)
অনেক ভাবনাচিন্তার পরেই এই পরিবর্তনটি করা হয়েছে। এটা কোনো আকষ্মিক পরিবর্তন নয়। ২০২২ এ বিষয়টি প্রথম উত্থাপন করা হয়...

তবে এর বিপক্ষে কোনো অকাট্য যুক্তি পাওয়া যায়নি। বরং ২০২৩ এ এক সদস্য এর সপক্ষে কিছু যুক্তি দেন যা খণ্ডন করা যায়নি...
আপনি যে যুক্তি উপস্থাপন করেছেন, অবশ্যই সেটা ভালো একটা যুক্তি। ২০২২ সালে আপনি যে বিষয় উপস্থাপন করেছেন, ২০২৪ সালে এটার পরিবর্তন করার আগে আরো একবার থ্রেড এ এই ব্যাপারটা উপস্থাপন করে তারপর পরিবর্তন আনা দরকার ছিলো। বলছি না যে আপনি ভুল করেছেন, তবে আপনার পরিবর্তনের প্রসেস টা সঠিক হয়নি। ২০২২ সালে যেটা উপস্থাপন করেছিলেন, তখনকার সময়ে আজকের দিনের বেশিরভাগ মেম্বাররা ছিলো না। তারা এই ব্যাপারে কিছুই জানে না। ২০২৩ সালে যে ব্যাক্তি এটি উপস্থাপন করেছেন, তিনিও সেই ডিসকাশন কন্টিনিউ করেন নি এবং সেই ডিসকাশনে আপনিও যোগ দেন নি।

সাম্প্রতিককালে mixer নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে BitcoinTalk ক্রমশঃ আন্তর্জাতিক আইনি ব্যবস্থার নজরে আসছে। এদিকে বাংলাদেশে Crypto নিষিদ্ধ। তাই সরাসরি বাংলাদেশ নামে thread চালানোটা আইনি জটিলতার অবতারণ ঘটাতে পারে। উপরন্তু এখানকার সদস্যরা যে প্রত্যেকেই বাংলাদেশি, এইটা সুনিশ্চিত করার জন্যে কোনো KYC process নেই। কিন্তু সবাই যাতে বাংলা ভাষা ব্যবহার করেন, তা সুনিশ্চিত করা সম্ভব। এই সমস্তটা বিবেচনার পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন।

বাংলা ভাষায় Crypto চর্চা ও প্রসারের প্রেক্ষিতে, বিগত দিনগুলির মতো আগামী দিনগুলিতেও আপনাদের সহযোগীতা অবশ্যকাম্য...
বিটকয়েনটক আইনি সংস্থার নজরে আসছে এমন কোনো তথ্য প্রমান আপনার কাছে আছে কি? এই ব্যাপারে theymos কে প্রশ্ন করা হয়েছিলো এবং সে সরাসরি বলেছেন যে কোনো প্র্রকার আইনি সংস্থা তাকে বা বিটকয়েনটকের কোনো এডমিন বা কোনো অফিসিয়াকে কিছুই বলেনি। theymos স্বপ্রনোদিত ভাবে মিক্সার সার্ভিস বন্ধ করার ঘোষনা দিয়েছেন এবং তিনি সেটা কার্যকর করেছেন। মিক্সার ব্যান করার সাথে বাংলাদেশে কমিউনিটির থ্রেড এর নাম পরিবর্তন করার ব্যাপার আমার কাছে বোধগম্য নয়।

বাংলাদেশ নামে থ্রেড চালালে আইনি জটিলতার ব্যাপারটা আমি একদম উড়িয়ে দিতে চাইবো। বাংলাদেশে ক্রিপ্টো নিষিদ্ধ ঠিকই, তবে ক্রিপ্টো ডিসকাশন নিষিদ্ধ নয়। আপনি বিটকয়েন থেকে শুরু করে যেকোনো ব্যাপারে আলাপ করতে পারেন। বিটকয়েনটক কোনো ওয়ালেট সার্ভিস নয়। এটি একটি ফোরাম যেখানে বাকি ১০ টা সোশ্যাল মিডিয়ার মতো সব কিছু নিয়েই ডিসকাশন করেন। ফেইসবুকের মতো যায়গায় মানুষ তার রিয়েল আইডি দিয়ে বিটকয়েন সহ অন্য ক্রিপ্টো সম্পর্কে আলাপ আলোচনা করছে। আর বিটকয়েনটক সেই তুলনায় কিছুই নয়। এমন কি আমরা কারো নাম অব্ধি জানি না।

আপনার কি কোনো কারনে মনে হয় বাংলাদেশের আইনি সংস্থা theymos এর কাছে ইউজার ইনফরমেশন চাইলে তিনি দিয়ে দিবেন? বা বাংলাদেশের আইনি সংস্থা সেসব তথ্য চাওয়ার অধিকার রাখে?

আপনি থ্রেড ক্রিয়েটর হিসাবে সম্মানপূর্বক অনুরোধ করবো, কমিউনিটির ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমিউনিটি তে পুল ভোট এবং মতামত প্রকাশের স্বাধীনতা দিবেন।

ধন্যবাদ
LB