বাংলাদেশ নামে থ্রেড চালালে আইনি জটিলতার ব্যাপারটা আমি একদম উড়িয়ে দিতে চাইবো। বাংলাদেশে ক্রিপ্টো নিষিদ্ধ ঠিকই, তবে ক্রিপ্টো ডিসকাশন নিষিদ্ধ নয়। আপনি বিটকয়েন থেকে শুরু করে যেকোনো ব্যাপারে আলাপ করতে পারেন। বিটকয়েনটক কোনো ওয়ালেট সার্ভিস নয়। এটি একটি ফোরাম যেখানে বাকি ১০ টা সোশ্যাল মিডিয়ার মতো সব কিছু নিয়েই ডিসকাশন করেন। ফেইসবুকের মতো যায়গায় মানুষ তার রিয়েল আইডি দিয়ে বিটকয়েন সহ অন্য ক্রিপ্টো সম্পর্কে আলাপ আলোচনা করছে। আর বিটকয়েনটক সেই তুলনায় কিছুই নয়। এমন কি আমরা কারো নাম অব্ধি জানি না।
হ্যাঁ, এটা ঠিকই আমি যখন একাউন্ট ক্রিয়েট করলাম তখন আমার কোন ব্যক্তিগত তথ্য দিতে হয় নাই, সঠিক জিমেইল পর্যন্ত দেওয়ার প্রয়োজন হয় নাই। হ্যাঁ আমি যতদুর মনে করি এই থ্রেডের নাম বাংলাদেশ আর যাই থাকুক না কেন এতে করে কেউ কারো পরিচয় বের করতে পারবে না।
বাংলা (Bangladesh) এমনে রাখলে তবুও কিছু টা ভালো হতো মনে হতো। বাংলা থ্রেডের প্রতিষ্ঠাতা আপনি অবশ্যই এখন একটা ভোট সিস্টেম চালু করতে পারেন। দেখেন সবাই কি বলে কি নাম দিতে বলে। এই নাম চেঞ্জ নিয়ে আবার আলোচনা করে চেঞ্জ করলে মনে হয় ভালো হবে।