হ্যাঁ, এটা ঠিকই আমি যখন একাউন্ট ক্রিয়েট করলাম তখন আমার কোন ব্যক্তিগত তথ্য দিতে হয় নাই, সঠিক জিমেইল পর্যন্ত দেওয়ার প্রয়োজন হয় নাই। হ্যাঁ আমি যতদুর মনে করি এই থ্রেডের নাম বাংলাদেশ আর যাই থাকুক না কেন এতে করে কেউ কারো পরিচয় বের করতে পারবে না।
আমিও একই কথা বলেছি। যদিও এই ফোরাম সেন্ট্রালাইজড, তবুও এখানে থেকে ইউজারদের কোনো ব্যাক্তিগত তথ্য দিয়ে দেয়ার কোনো ঘটনা কখনোই ঘটেনি। ফোরামে রেজিস্ট্রেশন করতে হলে ব্যাক্তিগত কোনো তথ্যই প্রদান করতে হয় না। সেই হিসাবে ফোরাম তেমন কোনো তথ্য সংগ্রহ ও করে না। এখন কেউ যদি নিজে থেকেই নিজেদের নানান তথ্য বিভিন্ন যায়গায় পোস্ট করে থাকে, সেটা একান্তই তাদের ব্যাক্তিগত ব্যাপার। যারা ক্রিপ্টোকারেন্সির সাথে রিলেটেড, সাধারন ভাবেই তাদেরকে গোপনীয়তা বজায় রাখতে বলা হয়। তবে আপনি কোন ন্যাশনালিটির মানুষ, সেটা প্রকাশ করলেই যে আপনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, ব্যাপারটা আসলে এমন নয়।
বাংলা (Bangladesh) এমনে রাখলে তবুও কিছু টা ভালো হতো মনে হতো। বাংলা থ্রেডের প্রতিষ্ঠাতা আপনি অবশ্যই এখন একটা ভোট সিস্টেম চালু করতে পারেন। দেখেন সবাই কি বলে কি নাম দিতে বলে। এই নাম চেঞ্জ নিয়ে আবার আলোচনা করে চেঞ্জ করলে মনে হয় ভালো হবে।
জানি না আপনি কাকে মিন করেছেন। তবে আমাকে বলে থাকলে বলবো আপনি ভুল বুঝেছেন। আমি এই থ্রেড এর ক্রিয়েটর নই। থ্রেড ক্রিয়েটর বিটকয়েন ড্রিম ভাই। এখন আর পুল দেয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ উনি একটা সিদ্ধ্যান্ত নিয়ে এটা চেঞ্জ করেছেন আর এতে কারো কোনো সমস্যা যেহেতু হচ্ছে না, বা কেউ কোনো মতামত প্রকাশ করছে না, এটা এভাবেই থাকুক। তবে আমার অনুরোধ থাকবে ভবিষ্যতের চেঞ্জগুলোর জন্য যেনো পুল ভোটের ব্যাবসা করা হয়।