Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 04/01/2024, 12:09:21 UTC
বাংলাদেশ নামে থ্রেড চালালে আইনি জটিলতার ব্যাপারটা আমি একদম উড়িয়ে দিতে চাইবো। বাংলাদেশে ক্রিপ্টো নিষিদ্ধ ঠিকই, তবে ক্রিপ্টো ডিসকাশন নিষিদ্ধ নয়। আপনি বিটকয়েন থেকে শুরু করে যেকোনো ব্যাপারে আলাপ করতে পারেন। বিটকয়েনটক কোনো ওয়ালেট সার্ভিস নয়। এটি একটি ফোরাম যেখানে বাকি ১০ টা সোশ্যাল মিডিয়ার মতো সব কিছু নিয়েই ডিসকাশন করেন। ফেইসবুকের মতো যায়গায় মানুষ তার রিয়েল আইডি দিয়ে বিটকয়েন সহ অন্য ক্রিপ্টো সম্পর্কে আলাপ আলোচনা করছে। আর বিটকয়েনটক সেই তুলনায় কিছুই নয়। এমন কি আমরা কারো নাম অব্ধি জানি না।
আপনি ঠিকই বলেছেন আমিও মনে করি বাংলাদেশ নামক থ্রেড চালালে কোন সমস্যা হওয়ায় কথা নয়। BitCoinDream ভাইয়ের উচিত ছিলো সবার মতামত নেওয়ার। এই থ্রেডের নাম চেঞ্জ করা হয়েছে বলে আমাদের কোন ক্ষতিও হয় নাই, তবুও এখানে সবার মতামত নিলে ভালো হতো। ভাই আপনারা কি খেয়াল করেছেন অল্টকয়েন টকে কিন্তু বাংলা(Bengali) নামক লোকাল বোর্ড রয়েছে। BitCoinDream ভাইও দেখি সেই একই নাম ব্যবহার করেছেন।