----
BitCoinDream আশা করি বিষয়টা আবারও খতিয়ে দেখবেন কারণ বর্তমানে এটা শুধু একটা সেলফ মডারেট টপিক এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে পরিণত হয়েছে।

অনেক ভাবনাচিন্তার পরেই এই পরিবর্তনটি করা হয়েছে। এটা কোনো আকষ্মিক পরিবর্তন নয়। ২০২২ এ বিষয়টি প্রথম উত্থাপন করা হয়...
যদিও আমার কথার উদ্দেশ্য শুধু এটাই ছিল না যে টপিকের নামের আকষ্মিক পরিবর্তন কেন করা হয়েছে।
তবে যাই হোক ভাই এ বিষয়ে এক্সপ্লানেশন দেওয়ার জন্য ধন্যবাদ। তবে সবশেষে আমি বলব যে আমার মনে হয় না বিটকয়েন মিক্সার এর আইনি জটিলতার সাথে আমাদের এই ফোরামের টপিক সেকশন জড়িত হবে। সার্ভিস আর ডিসকাশন একত্রিত হয়ে যাবে। যাই হোক Learn Bitcoin আমার মনের অনেক কথাই বলে দিয়েছে, আর কিছু বলতে চাই না।
একচুয়ালি আমার এই পোস্টটির মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছি তাদের অনেক সময়ই গুগল স্প্রেড সিটে ক্রিপ্টোকারেন্সি এর লাইভ প্রাইস জানার প্রয়োজন হয়, আমার এই থ্রেটের উদ্দেশ্য হলো তাদের সামনে বেসিক কিছু পদ্ধতি তুলে ধরা যেন তারা সহজেই ক্রিপ্টোকারেন্সি এর লাইভ প্রাইস স্প্রিডসিটে সেট করতে পারে।
~~~~
ধন্যবাদ ভাই পোষ্টের জন্য, আমি আসলে গতকাল আপনার পোস্টটি দেখেছি আজকে আমার কাজে লেগেছে নিজের হোল্ডিং পোর্টফোলিও এর মধ্যে কিছু অল্ট-কয়েনও রয়েছে যদিও আপনার এগুলো আমার বিটকয়েন, বিএনবি এবং আরো কিছু ওপরে লেভেলের অল্ট-কয়েন গুলোর ক্ষেত্রে কাজে এসেছে তবে অন্যান্য আল্ট কয়েন এর ক্ষেত্রে এরর দেখাচ্ছে।
