@Bd officer আপনি অনেকদিন যাবত ধৈর্য ধরেছিলেন মেমপুল বৃদ্ধি পাওয়ার কারণে আপনার বিটকয়েন ট্রানজেকশন হয়নি। যেহেতু আপনি ট্রাস্ট ওয়ালেট এর সেটিং এ গিয়ে মেমপুল অনেক কমে দিয়েছেন তাই ট্রাস্ট ওয়ালেট সাপোর্টার এর সাথে কথা বলেও কোন লাভ হবে না। বিটকয়েন ট্রানজেকশন ক্যানসেল করার সিস্টেম নেই যার কারণে কোন সাপোর্টের সাথে আলাপ করে আপনার লাভ হবে না। কয়েকদিন যাবত বিটকয়েন ট্রানজেকশন ফি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে বিটকয়েন ট্রানজেকশন করতে গেলে প্রচুর পরিমাণ ফি দিতে হয়েছে। বিটকয়েন হোল্ডাররা এই ট্রানজেকশন এর কারণে নানাভাবে বিপদের সম্মুখীন হয়েছেন।
জ্বী আপনি ঠিকি বলেছেন ট্রানজেকশন এর ফি অনকে বেশি থাকার কারনে এটা অনেক ব্যয় বহুল ছিলো। এবং অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে।