Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Siyamsk
on 05/01/2024, 18:11:08 UTC
২০২৩ সালে আমাদের এই লোকাল থ্রেডে মোট পোস্ট হয়েছে ৪৩৬৬ টি। ২০২৩ সালে @Learn Bitcoin ভাই এই বছরে সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছেন। তিনি ৩৪৩ টি পোস্ট করেছেন। @Crypto Library ভাই ২ নাম্বারে রয়েছেন ২১২ টি পোস্ট করে। @LDL ভাই তিনিও ২১২ টি পোস্ট করে ৩ নাম্বারে রয়েছেন। ২০২৩ সালে প্রথম ১০ জন পোস্টদাতার নাম উল্লেখ করে হলো।

1. Learn Bitcoin [343] 2. Crypto Library [212] 3. LDL [212] 4. roksana.hee [199]
5. DYING_S0UL [180] 6. Bd officer [178] 7. Bitcoin_people [164] 8. Little Mouse [164] 9. shasan [127] 10. tjtonmoy [121]

আমাদের লোকাল থ্রেডে ২০১৪ সালে খোলা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ পোস্ট করা হয়েছে ৪৩৬৬ টি। ২০১৮ সালেও অনেক পোস্ট হয়েছিলো ৩২৬২ টি। আশা করি ২০২৪ সালে আরও অনেক বেশি পোস্ট হবে।

আমি ২০১৬ সাল থেকে এই বিটকয়েনটকের সাথে পরিচিত হয়েছি। এবং আমার পূর্বে ১টি একাউন্ট ছিল যেটা নষ্ট হয়ে গেছে।  ট্রানজেকশনের কারণে যে আইডিটির রেট টাচ দেয় সেটা আমার জানা ছিল না এই কারণে আমার একটি একাউন্ট এরকম নষ্ট হয়ে গিয়েছে তারপর থেকে আর এই লাইনে আসা হয়নি।

আমি তখন থেকেই দেখি এই বাংলা থ্রেডটা খুব একটা বেশি প্রচলিত নেই। @Little Mouse ভাইয়ের এই আইডিটা আমি সেই 2016 সাল থেকে দেখেছি তারপর থেকে দেখলাম বাই বাংলা থেকে একটু ভালোই সাহায্য করে সবাইকে কোন কিছু না বুঝলে। আমাদের এই বাংলা সেট টা অনেক অবহেলিত ছিলো। কিছু কিছু ভাইরা এই থ্রেড থেকে সাহায্য করে তারা সবাইকে অনেক কিছু শিখিয়েছে এবং জানিয়েছে।  আমি দেখেছি এখানে একদম জিরো লেভেল থেকে এসেও আস্তে আস্তে জেনে শুনে অনেক কিছু শিখেছে এবং অনেক ভালো কিছু করেছে তাদের দু একটা অ্যাকাউন্ট এখন রেংকিং একাউন্টে আছে দেখতে পেলাম।  ধন্যবাদ জানাই তাদের যারা তাদেরকে শূন্য থেকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

এবং দিন দিন এই ছেলের অবস্থা ভালো হতে শুরু করেছে।  সামনে আরো ভালো কিছু হবে এই থ্রেডে। এখানে মেম্বার একাউন্ট, ,ফুল মেম্বার একাউন্ট,  এসার মেম্বার একাউন্ট,  হিরো মেম্বার একাউন্ট এবং এজেন্ডারি মেম্বার একাউন্ট যারা বাংলা থ্রেডে পোস্ট করেন তারা সবাই বন্ধুর মতো।  কোন কিছু না বুঝলে বা জানতে চাইলে তারা খুব সুন্দর করে বুঝিয়ে দেন। 

আমি আশা করি এই সহযোগিতার মাধ্যমে আমরা সবাই একসাথে ভালো কিছু করব এবং জানতে পারবো শিখতে পারবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো।  যারা ভালো বোঝেন এবং ভালো জানেন তারা একটু সদয় হয়ে সবাইকে সাহায্য করবেন তাহলে আমাদের জন্য অনেক সহজে সহায়তা হবে।

আর আমার বিশ্বাস ধীরে ধীরে আমাদের এই থ্রেট অন্যান্য থ্রেট এর মত অনেক ভালো এবং জনপ্রিয় হয়ে উঠবেই।