Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
2Pizza410000BTC
on 07/01/2024, 04:18:00 UTC
ট্রানজেকশন ফি এর কারনে হোল্ডার রা আসলে বিপদে পড়ে নাই। যারা হোলদার, তারা হোল্ড করেই বসে আছে। বিপদে পড়েছি আপনার আমার মতো ব্যাবহারকারীরা। কারন আমাদেরকেই প্রতিনিয়ত ট্রানজেকশন করতে হয়। হোল্ডার রা ট্রান্সফার করার সময় এসব ফি তাদেরকে বদার করে না।

আসলে যারা দিন আনে দিন খায় আমাদের অবস্তা খুব একটা ভালোনা, বিটকয়েন যেখানে প্রোফিত দেয়ার কথা সেখানে প্রোফিট দিয়েছে এর মধ্যে আবার ফি বারায়ে দিসে ঘতনা আগের মতোই, লাগ দিলেও কোনো লাভ নাই, ফি দিয়ে সব সমান, আর যাদের অনেক আছে তারা বসে আছে আরো অপেক্ষা করছে তারা এগুলা ভাবেনা।
বেশ কিছুদিন ধরে ট্রানজেকশন ফি অত্যাধিক বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ লেনদেন করতে পারছে না। এটা বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা। তবে আমরা যারা বিটকয়েন ফোরামে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করছি এবং সপ্তাহে যে উপার্জন করছি সেই উপার্জনের জন্য বাইনান্স এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে  ক্যাম্পেইন ম্যানেজারের সাহায্যে যদি আমরা এড্রেস পরিবর্তন করে নিতে পারি তাহলে সরাসরি আমাদের এক্সচেঞ্জ একাউন্টে বিটকয়েন চলে আসবে এবং সেই বিটকয়েন দিয়ে আমরা p2p মাধ্যমে খুব সহজেই দেশীয় কারেন্সিতে রূপান্তর করতে পারি এ ক্ষেত্রে কোন ট্রানজেকশন ফি দেওয়া লাগবে না। যেহেতু আমাদের পারিবারিক চাহিদার জন্য সাপ্তাহিক অর্থ বিক্রি করতে হয় সেহেতু আমাদের এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা সবচেয়ে উত্তম। তবে এই পদ্ধতি যার যার নিজস্ব ঝুঁকি নিয়ে করতে হবে কারণ অনেকেই বলতে পারে এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা অনেক ঝুঁকিপূর্ণ।