মার্কেট বিয়ারিং এর জন্য বাউন্টি আসতেছে না আর যেগুলো আসতেছে সেগুলো খুব ভালো না। নতুন নতুন একাউন্ট দিয়ে দেখি বাউন্টি ছাড়ে অনেকে এরা নতুন এরা পেমেন্ট দেবে বলে মনে হয় না। এদের বেশিরভাগ প্রজেক্ট ইস্কাম করে।
যারা বাউন্টির কাজ করেন, এখানে নতুন একাউন্ট বা পুরাতন একাউন্ট থেকে বাউন্টি রান করা খুব একটা ফ্যাক্ট করে না। আপনাকে দেখতে হবে যে প্রজেক্ট এর ফান্ড এস্ক্রো করা হয়েছে কি না। স্বনামধন্য বাউন্টি ম্যানেজার ও পেমেন্ট করতে পারবে না যদি পেমেন্ট এস্ক্রো করা না থাকে।
[/quote]
হ্যাঁ এটা অবশ্য ঠিক আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রজেক্ট ভালো বাউন্টি রান করেছে হান্টার্সরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করেছে অনেক দিন ধরে কিন্তু পরে আর পেমেন্ট করা হয়নি। আবার শোনা যায় যে প্রজেক্ট ম্যানেজাররা ঠিকই পেয়ে করেছে কিন্তু বাউন্টি ম্যানেজমেন্টের সবাই মেরে দিয়ে চলে গেছে। সেজন্য আমি বলছিলাম যে যারা পে করে তাদের কাজগুলো করবেন।