ট্রানজেকশন ফি বাচানোর জন্র এটা খুব একটা খারাপ আইডিয়া নয়, তবে প্রাইভেসির কথা চিন্তা করলে এই আইডিয়া আসলেই ভালো নয়। কেউ চাইবে না তার এক্সচেন্জ এর ডিপোজিট এড্রেস রিভিল করে দিতে। এর কারন হলো এক্সচেন্জ এ মূলত একটা একাউন্ট এর ডিপোজিট এড্রেস আপনি আর কখনোই পরিবর্তন করতে পারবেন না। একই এড্রেস এ বিভিন্ন কারনে বিটকয়েন রিসিভ করতে হতে পারে, আবার এক্সচেন্জ থেকে কাউকে বিটকয়েন সেন্ড করার প্রয়োজন হলে বিপদে পড়ে যাবেন। এক্সচেন্জ এ বর্তমানে ট্রানজেকশন ফি দেখলে আপনার সাধ মিটে যাবে। বিটকয়েনের ট্রানজেকশন ফি যতোই বেশি হোক না কেনো, আপনি ট্রানজেকশন করতে গেলে যে ফি দিবেন, এক্সচেন্জ এ তার ১০ গুন বেশি ফি চার্জ করে বসে থাকে। তাছাড়া সেখানে কিছু লিমিটেশন আছে। যেমন আপনি চাইলেই কাউকে ৫০০০০ সাতোশি সেন্ড করতে পারবেন না।
সঠিক বলছেন ভাই ট্রানজেকশন ফি এটা করার মাধ্যমে বাঁচানো সম্ভব কিন্তু এর ফলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি নিজেও আমার বাইনান্স ওয়ালেট এড্রেস গুলো সহজে সবার নিকট রিভিল করিনা।
তাছাড়া আর একটা বড় কথা মিক্সার ক্যাম্পেইন গুলোতে যারা জয়েন আছেন আমি শুধু বিটকয়েন টকের কথা বলতেছি না কারণ সম্প্রতি এখানে মিক্সার রিলেটেড সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আল্টকয়েনটকে ক্যাম্পেইন চালু করা হয়েছে, তো এমন কোন একজন দিবেন না যেখানে একটু ভালো অ্যামাউন্ট এর ফান্ড রয়েছে। বিশেষ করে সেগুলো যদি মিক্সার রিলেটেড কিছু হয়। সম্প্রতি আমরা সি*বাদ ক্যাম্পেইন পার্টিসিপেন্টের বাইন্যান্স থেকে নোটিফিকেশন পেতেও দেখেছি।
২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।
আসলে আমিও একই কথা বলবো ২০২৪ সালটা হবে বিটকয়েন এর জন্য রিকভারি এর বছর, বিটকয়েন হালবিং এর আর প্রায় ১১৫ দিন এর মতন রয়েছে- যদিও বিটকয়েন এর প্রাইস কখন কি হবে কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে মনে হচ্ছে যে বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত বিটকয়েন ৩৭ হাজার ৫০ পঞ্চাশ হাজার ডলার এর রেঞ্জেই থাকবে, তারপর বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার পর হয়তো বুল-রান এবং নতুন অলটাইম হাই প্রাইস দেখতে পারি।