Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Siyamsk
on 07/01/2024, 16:49:09 UTC
বেশ কিছুদিন ধরে ট্রানজেকশন ফি অত্যাধিক বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ লেনদেন করতে পারছে না। এটা বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা। তবে আমরা যারা বিটকয়েন ফোরামে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করছি এবং সপ্তাহে যে উপার্জন করছি সেই উপার্জনের জন্য বাইনান্স এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে  ক্যাম্পেইন ম্যানেজারের সাহায্যে যদি আমরা এড্রেস পরিবর্তন করে নিতে পারি তাহলে সরাসরি আমাদের এক্সচেঞ্জ একাউন্টে বিটকয়েন চলে আসবে এবং সেই বিটকয়েন দিয়ে আমরা p2p মাধ্যমে খুব সহজেই দেশীয় কারেন্সিতে রূপান্তর করতে পারি এ ক্ষেত্রে কোন ট্রানজেকশন ফি দেওয়া লাগবে না। যেহেতু আমাদের পারিবারিক চাহিদার জন্য সাপ্তাহিক অর্থ বিক্রি করতে হয় সেহেতু আমাদের এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা সবচেয়ে উত্তম। তবে এই পদ্ধতি যার যার নিজস্ব ঝুঁকি নিয়ে করতে হবে কারণ অনেকেই বলতে পারে এক্সচেঞ্জ এড্রেস ব্যবহার করা অনেক ঝুঁকিপূর্ণ।

তবে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করার জন্য রয়েছেন তাদের ক্ষেত্রে নিজস্ব একাউন্ট ব্যবহার করা উত্তম।
ইনজেকশন ফী বাঁচানোর চিন্তা করে এটা কইরেন না ভাই সিগনেচার ক্যাম্পইন করতাছেন এটা একটা ভালো দিক। কিন্তু ভাই খুব সেভ ভাবে করবেন। ওই একটু ট্রানজেকশন ফি বেশি এর জন্য এরকম চিন্তা ভাবনা কইরেন না।  বিভিন্ন কারণে বিটকয়েন রিসিভ করতে হতে পারে আবার এক্সচেঞ্জ থেকে কাউকে বিটকয়েন সেন্ড করার প্রয়োজন হলে বিপদে পড়ে যাবেন। তখন ট্রানজেকশন লাইন ধরে আপনাকে নেচারালে ফেলে দিবে অথবা রেডটাচ দিয়ে দেবে তখন কিন্তু ভাই বিপদ হয়ে যাবে। মনে রাখবেন আপনি একটা সিগনেচারে জয়েন হয়েছেন মানে আপনার লং টার্ম কাজ করার সুযোগ পেয়েছেন। এরকম চিন্তা-ভাবনা করে নিজের একাউন্ট বিপদের মুখে বা হুমকির মুখে ফেলে দিবেন না।

ট্রানজেকশন ফি বাচানোর জন্র এটা খুব একটা খারাপ আইডিয়া নয়, তবে প্রাইভেসির কথা চিন্তা করলে এই আইডিয়া আসলেই ভালো নয়। কেউ চাইবে না তার এক্সচেন্জ এর ডিপোজিট এড্রেস রিভিল করে দিতে। এর কারন হলো এক্সচেন্জ এ মূলত একটা একাউন্ট এর ডিপোজিট এড্রেস আপনি আর কখনোই পরিবর্তন করতে পারবেন না। একই এড্রেস এ বিভিন্ন কারনে বিটকয়েন রিসিভ করতে হতে পারে, আবার এক্সচেন্জ থেকে কাউকে বিটকয়েন সেন্ড করার প্রয়োজন হলে বিপদে পড়ে যাবেন। এক্সচেন্জ এ বর্তমানে ট্রানজেকশন ফি দেখলে আপনার সাধ মিটে যাবে। বিটকয়েনের ট্রানজেকশন ফি যতোই বেশি হোক না কেনো, আপনি ট্রানজেকশন করতে গেলে যে ফি দিবেন, এক্সচেন্জ এ তার ১০ গুন বেশি ফি চার্জ করে বসে থাকে। তাছাড়া সেখানে কিছু লিমিটেশন আছে। যেমন আপনি চাইলেই কাউকে ৫০০০০ সাতোশি সেন্ড করতে পারবেন না।
জ্বি  @Shishir99 ভাই আপনি ঠিক কথা বলেছেন। ধন্যবাদ ভাই