Post
Topic
Board Other languages/locations
Re: 2024 সালে বিটকয়েনের অবস্থার জন্য আপনার ভবিষ
by
Bd officer
on 08/01/2024, 03:16:28 UTC
২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।
আমি মনে করি ২০২৪-২০২৫ সাল বিটকয়েন প্রেমিদের জন্য আনন্দের বছর হতে পারে। অনেকেই ২০২১ সালে বিটকয়েনে বিনিয়োগ করে লস খেয়েছিলো, যারা ধৈর্য ধরে হোল্ড করেছিলো তারা কিছুটা হলেও রিকোভারী করতে পেরেছে, তবে পুরোপুরি রিকোভারী করতে পারে নাই। আশা করা যায় এই বছরের শেষের দিকে হয়তো বা ২০২৫ সালে অবশ্যই রিকোভারী করতে পারবে। যারা ২০২৩ সালের শুরু থেকেই DCA পদ্ধতিতে বিনিয়োগ করেছেন, তারা তো বর্তমানে অনেক প্রফিটে আছেন। এখনো মনে হয় বিনিয়োগ করার সময় রয়েছে। এখনো বিনিয়োগ করতে পারলে আশা করা যায় হালভিং এর পরের বছর অনেক প্রফিট পাওয়া যাইতে পারে। বিটকয়েন প্রেমিদের জন্য সুদিন আসছে চলেছে। Cheesy