কোট
আছি ভাই মরিনাই। আসলে ভাই একটু বিজি ছিলাম তাই সময় দিতে পারতেছিনা। প্রথমত অসুস্থ ছিলাম হয়তো জানেননা। তাই আসতামনা। পরে ঠিক হওয়ার পর আর ভাললাগতেছিলোনা। সারাটাদিন বাসায় থাকতে হতো। হাওয়া বদলের দরকার অনুভব করতেছিলাম। তাই ভাবলাম একটা ট্রুর দেই। এই আরকি একদুই জায়গায় ট্রুর দিলাম। বাড়ি আসছি ৫-৬ দিন হইছে কিন্তু আবার বাসায় একটু কাজ চলতেছে। সেটা নিয়ে আবার বিজি। আশেপাশেই আছি মরি নাই।
নির্বাচন নিয়ে কিছু বলার নাই। এমন ফলাফল হবে এটাই এক্সপেক্টেট ছিল।