আপনাদের সকলের এলাকার নির্বাচনের কি অবস্থা, ভোট কেমন দিলেন সবাই?
ভাই নির্বাচনের আর অবস্থা। এমন নির্বাচন হয়েছে যে কেন্দ্রে লোকসংখ্যা খুবই কম ছিল। এমন নির্বাচনের কারণে কেন্দ্রে ভোট দিতে যাইনি মনের দুঃখে। গত সাত তারিখে যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়েছে সেটাকে একচুয়ালি নির্বাচন বলা যায় না। একতরফা নির্বাচন কখনো নির্বাচন হয় না। সারা বাংলাদেশের নৌকা সব থেকে বেশি আসন পেয়েছে যেটা সবাই অনুমান করেছিল যে তারাই সবকিছু বেশি পাবে।
আমাদের ফোরামের সবার কাছে একটু অনুরোধ করছি যদিও এটা বলা ঠিক হচ্ছে না তারপরও বলতে বাধ্য হচ্ছি আপনাদের সবার কাছে। আমার পরবর্তী র্যাংকের আমি কাছাকাছি এসেছি আমার কোন পোস্ট যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন ভাইয়েরা। তাছাড়া আমার এই কথাটি যদি কারো মন খারাপের কারণ হয় তাহলে শুধু বলবেন আপনার "এই পোস্ট করা উচিত হয়নি"। আমি এডিট করে ডিলিট করে দেব এই অংশটুকু।
বাংলায় একটা প্রবাদ আছে "দশের লাঠি একের বোঝা" আছে সেটা মেনে আপনাদের কাছে এইটুকু উপস্থাপন করলাম।