আমাদের ফোরামের সবার কাছে একটু অনুরোধ করছি যদিও এটা বলা ঠিক হচ্ছে না তারপরও বলতে বাধ্য হচ্ছি আপনাদের সবার কাছে আপন ভেবে। আমার পরবর্তী র্যাংকের আমি কাছাকাছি এসেছি আমার কোন পোস্ট যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটু সাহায্য সহযোগিতা করবেন ভাইয়েরা। তবে আমার একটা জিনিস কম আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। তাছাড়া আমার এই কথাটি যদি কারো মন খারাপের কারণ হয় তাহলে শুধু বলবেন আপনার "এই পোস্ট করা উচিত হয়নি"। আমি এডিট করে ডিলিট করে দেব এই অংশটুকু।
বাংলায় একটা প্রবাদ আছে "দশের লাঠি একের বোঝা" আছে সেটা মেনে আপনাদের কাছে এইটুকু উপস্থাপন করলাম।
আমি যতদুর জানি যতদুর বুঝতে পেরেছি এই থ্রেডের প্রথম পেজ থেকে জানতে পেরেছি, আপনার ফুলমেম্বার হতে ১০০মেরিট + ১২০ এক্টিবিটি প্রয়োজন। এখন আপনার ১২০ এক্টিবিটির জন্য অপেক্ষা করতে হবে। যদিও আপনার ১০০ মেরি হয়ে যায় তাইলে লাভ কী? সেই ১২০ এক্টিবিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ধৈর্য ধরাই উত্তম মনে করি। আপনি যেভাবে মেরিট ৮৫ এক্টিবিটি হতে না হতেই ৭৫ টা মেরিট পেয়েছেন। আশা করি আপনার মাঝে অনেক টেলেন্ট আছে ১২০ এক্টিবিটি হওয়ার আগেই ফুল মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলবেন। আর যদি ১২০ এক্টিবিটি হওয়ার পরে ১০০ মেরিট অর্জন করতে না পারেন তাহলে এখানে সিনিয়র যারা আছেন তারা হয়তো কিছুটা করে সাহায্য করলে ফুল মেম্বার হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।