আসলে আমিও একই কথা বলবো ২০২৪ সালটা হবে বিটকয়েন এর জন্য রিকভারি এর বছর, বিটকয়েন হালবিং এর আর প্রায় ১১৫ দিন এর মতন রয়েছে- যদিও বিটকয়েন এর প্রাইস কখন কি হবে কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না তবে মনে হচ্ছে যে বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার আগ পর্যন্ত বিটকয়েন ৩৭ হাজার ৫০ পঞ্চাশ হাজার ডলার এর রেঞ্জেই থাকবে, তারপর বিটকয়েন হালবিং পিরিয়ড শেষ হওয়ার পর হয়তো বুল-রান এবং নতুন অলটাইম হাই প্রাইস দেখতে পারি।
ETF এপ্রুভাল নিয়ে কি নাটক হচ্ছে দেখতেই তো পাচ্ছেন মনে হয়। কয়েকদিন আগে কয়েকজন টুইট করলো যে সব ETF রিজেক্ট করে দেয়া হবে। আর কিছু নিউজ মিডিয়া সেগুলোকে ধুমায়া প্রচার শুরু করলো। আর বিটকয়েন হুট করেই ৪৫ হাজার ডলার থেকে ৪১ হাজারে চলে আসে। আর অল্টকয়েন গুলো সমান তালে নিচে নামতে থাকে। যখন মানুষ বুঝতে পারলো যে এর সবই আসলে অনুমান করে বলা, তখন আবার মার্কেট আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। যাই হোক, অনেক যায়গা থেকে শোনলাম ১০ তারিখের দিকে কিছু নিউজ আসতে পারে। তখন হয়তো মারকেটে আরেকটা মুভমেন্ট দেখা যাবে। আজকে সুযোগ মতো ওয়ান ইঞ্চ কিনে নিলাম কিছু। দেখা যাক কি হয়।
প্রথম বারের মতো ডিটি নেটওয়ার্ক এ এসেছি। যদিও এটা একদম টেম্পোরারি। তবুও এই ব্যাপারে আমি বেশ এক্সাইটেট।