Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BTC_pokaop
on 08/01/2024, 12:40:56 UTC
ETF এপ্রুভাল নিয়ে কি নাটক হচ্ছে দেখতেই তো পাচ্ছেন মনে হয়। কয়েকদিন আগে কয়েকজন টুইট করলো যে সব ETF রিজেক্ট করে দেয়া হবে। আর কিছু নিউজ মিডিয়া সেগুলোকে ধুমায়া প্রচার শুরু করলো। আর বিটকয়েন হুট করেই ৪৫ হাজার ডলার থেকে ৪১ হাজারে চলে আসে। আর অল্টকয়েন গুলো সমান তালে নিচে নামতে থাকে। যখন মানুষ বুঝতে পারলো যে এর সবই আসলে অনুমান করে বলা, তখন আবার মার্কেট আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। যাই হোক, অনেক যায়গা থেকে শোনলাম ১০ তারিখের দিকে কিছু নিউজ আসতে পারে। তখন হয়তো মারকেটে আরেকটা মুভমেন্ট দেখা যাবে।
আমি এই জিনিস টা বুঝি না। অনেকেই দেখি বলতাছে ETF এপ্রুপ হইবো। আসলে ETF জিনিস টা কী? এই টা এফ্রুপ হলে কি হয়?