সঠিক বলছেন ভাই ট্রানজেকশন ফি এটা করার মাধ্যমে বাঁচানো সম্ভব কিন্তু এর ফলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি নিজেও আমার বাইনান্স ওয়ালেট এড্রেস গুলো সহজে সবার নিকট রিভিল করিনা।
তাছাড়া আর একটা বড় কথা মিক্সার ক্যাম্পেইন গুলোতে যারা জয়েন আছেন আমি শুধু বিটকয়েন টকের কথা বলতেছি না কারণ সম্প্রতি এখানে মিক্সার রিলেটেড সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আল্টকয়েনটকে ক্যাম্পেইন চালু করা হয়েছে, তো এমন কোন একজন দিবেন না যেখানে একটু ভালো অ্যামাউন্ট এর ফান্ড রয়েছে। বিশেষ করে সেগুলো যদি মিক্সার রিলেটেড কিছু হয়। সম্প্রতি আমরা সি*বাদ ক্যাম্পেইন পার্টিসিপেন্টের বাইন্যান্স থেকে নোটিফিকেশন পেতেও দেখেছি।
আপনি কোন কোন সার্ভিস এর সাথে লেনদেন করেছেন, সেটা এক্সপোজ হওয়ার পাশাপাশি যদি কোনো কারনে সেই লেনদেন একচেঞ্জ ফ্ল্যাগ করে ফেলে, তারা একাউন্ট ফ্রিজ করে দিতে পারে। তাছাড়া ধরেন আপনি চাচ্ছেন না আপনার বিটকয়েন এড্রেস দিয়ে কার সাথে ট্রাঞ্জেকশন করেছেন সেটা কেউ দেখুক, কিন্তু যখন আপনি এক্সচেঞ্জ এর এড্রেস ব্যাবহার করেন, তখন আপনার এড্রেস পরিবর্তন করার কোনো উপায় থাকছে না। এক্ষেত্রে আপনি চাইলেও আপনার ট্রানজেকশন গোপন করতে পারবেন না। যেটা আপনার প্রাইভেসি মারাক্তক ভাবে ক্ষতিগ্রস্থ করছে। আপনি যদি কখনো আরো একতা একাউন্ট খুলতে চান, তখন সেটার লেনদেন ও এটার সাথে কানেকটেড হয়ে যেতে পারে।