Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 10/01/2024, 19:52:29 UTC
ভোটাভুটি হইছে এমন যে পার্থি আমরা আর মামুরা আর ভোটার হলো নানি আর খালারা। USA, UK, Canadian সরকার টুইট করছে যে তাদের দেশ থেকে যারা নির্বাচন দেখতে এসেছিলো তারা এসেছিলো তাদের ব্যাক্তিগতভাবে সরকারিভাবে তারা কাউকে পাঠায়নি এর জন্যই  বলি পশ্চিমা দেশগুলো কিভাবে এই নির্বাচনকে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলতে পারে। আমি আওয়ামী লীগের বিপক্ষে না। আমি আওয়ামী লীগ সাপর্ট করি তবুও এমন কর্মকাণ্ড মেনে নিতে কষ্ট হয়। যাইহোক কে সরকার হলো এটা আমাদের দেখার বিষয় না। দেশের উন্নয়ন হচ্ছে এটাই মিথ্যা না। দেশের অনেক উন্নতি হইছবে৷ তবে আরো উন্নয়ন করার আগে সরকারের এটার উপর নজর দেওয়া উচিৎ যে কিভানে ডলারের দাম কমানো যায়। কারন ডলারের দাম কমাইলেই পন্যের দাম কমানো সম্ভব। আর খাদ্য পন্যের দাম কমাইলের দেশের মানুষ খুশি।
মজার কথা হচ্ছে ভাইয়া লাখ লাখ কোটি টাকা অন্যের থেকে ঋণ নিয়ে এ ধরনের উন্নয়ন করাই যায় পাশাপাশি একটা বড় অংকের টাকা সুইচ ব্যাংক থেকে বেগম পাড়া সব জায়গায় পাঠানো যায়। যেখানে বাক স্বাধীনতা নেই শুধু আছে উন্নয়নের তসবি গাওয়া সেই খানের উন্নয়নকে আমি ধিক্কার জানাই। মুখ বেঁধে রেখে আমাদের সামনে পোলাও মাংস রাখার কোন মানেই হয় না।
এই যে 2024 সাল শুরু হল আর কদিন পর থেকে দেখতে পাবেন দিনের বোঝা কাকে বলে, তাছাড়া বর্তমান সরকারের যে ভাব দেখতেছি তাতে মনে হচ্ছে আমাদের শেষ সম্বল টেক্সটাইল খাত কেউ স্যাংশন লাগিয়ে তারপর বিদায় নিবে।
মানে আপনার আমার সন্তানেরা এখন লাখ টাকার উপরে ঋণের বোঝা মাথায় নিয়ে তারপর দুনিয়াতে আসবে। তাই ভাই এই উন্নয়ন ধুয়ে পানি খেলেও লাভ নাই।  Grin
ভাই এত সত্য কথা বলেন কেন, এত সত্য কথা বললে তো আপনার/আমার সমস্যা হয়ে যাবে। আপনারা/ আমরা এই দেশের উন্নয়ন দেখে যাব তারা যে উন্নয়ন করছে এই উন্নয়নের বিরুদ্ধে কিছু বললে আপনি/আমি দেশদ্রোহী হয়ে যাব। যে দেশে কিছু বলা যায় না কিছু বললেই সাথে সাথে একশন শুরু হয়ে যায় সেই দেশ নিয়ে এখন আর মাথা ঘামানো উচিত নয়।

আর ব্যবসায়িক ক্ষেত্রে স্যাংশন, এই দেশ যদি ধ্বংসও হয়ে যায় তাও এই সরকারের কিছুই হবে না কারণ এই সরকারের ক্ষমতা দরকার দেশ দরকার নয়। আমাদের যে দেশকে বন্ধু ভাবা হয় সেই দেশ ভারত যাচ্ছে বাংলাদেশ সবকিছুতে স্যাংশন খেয়ে যাক। অলরেডি আমাদের দেশের কিছু গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়ে গেছে তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে দেশের প্রায় সমস্ত টেক্সটাইল এবং গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। যখনই আমাদের দেশ থেকে বাণিজ্যিক লেনদেন বন্ধ হয়ে যাবে তখনই ইন্ডিয়া তার দেশে বাণিজ্যিক লেনদেন চালু করে দেবে আর এটাই হচ্ছে ইন্ডিয়ার মূল সার্থকতা।

ভাই কিছুদিন পর আমাদের দেশে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরতে হবে। এই দেশ আর দেশ নেই এই দেশ ডিমের খোসারমত একদম খোসা করে দিয়েছে। আসলে ভাই এত কথা বলতে চাইছিলাম না কেমন জানি মন থেকে বেরিয়ে আসলো হয়তো এটাই আমার দেশের প্রতি ভালোবাসা যার কারণে মন থেকে বেরিয়ে আসলো। আল্লাহ এই দেশকে তুমি হেফাজত কর।