Post
Topic
Board Other languages/locations
Re: 2024 সালে বিটকয়েনের অবস্থার জন্য আপনার ভবিষ
by
Z_MBFM
on 10/01/2024, 15:28:25 UTC
মানুষ গনতন্ত্র অধিকার আবারো কোনোদিন ফিরে পাবে কি না তা বলা যায় না। জনগণের ভোটের কোনো দাম নাই তাই ভোট দিতে যায়নাই মানুষ এবারের নির্বাচনে। আমি এবছর প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইছি তাই খুশিতে ভোট দিতে গেছি যাইয়া দেখি ভোটার নাই। ৭ ঘন্টায় ভোট পড়েছিলো ২৭% পরে শেষের ১ ঘন্টার নাকি ভোট হইছে ১৩% মোট ৪০% ভোট কাস্ট হইছে পুরা বাংলাদেশে। যাইহোক প্রথম ভোট তাই আমি ভোট মিস করিনি আর আমার পছন্দের পার্থি আমাদের আসন থেকে বিজয়ী হইছে এটা অনেকটাই আনন্দের যে প্রথম ভোট নষ্ট হয়নাই।
আমারও ভাই ভোটার হওয়ার পরে সংসদ নির্বাচনের এটাই প্রথম ভোট দেওয়ার সুযোগ ছিল, কিন্তু ভাই আমি ভোট দেইনি বর্জন করেছি বর্জন করার কারণ অবশ্যই বিএনপি এর আহ্বান নয় নিজ থেকে  স্বইচ্ছায়।
কারণ এবারের নির্বাচন অনেকটাই এরকম হয়েছে-
"ঈগল জিতলে আমি তোমার,
নৌকা জিতলে তুমি আমার।"

সো এই নির্বাচনের আবার কিসের ভোটাভুটি। তাই অযথা নিজের টাইম সেখানে ওয়েস্ট না করে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।
ভোটাভুটি হইছে এমন যে পার্থি আমরা আর মামুরা আর ভোটার হলো নানি আর খালারা। USA, UK, Canadian সরকার টুইট করছে যে তাদের দেশ থেকে যারা নির্বাচন দেখতে এসেছিলো তারা এসেছিলো তাদের ব্যাক্তিগতভাবে সরকারিভাবে তারা কাউকে পাঠায়নি এর জন্যই  বলি পশ্চিমা দেশগুলো কিভাবে এই নির্বাচনকে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলতে পারে। আমি আওয়ামী লীগের বিপক্ষে না। আমি আওয়ামী লীগ সাপর্ট করি তবুও এমন কর্মকাণ্ড মেনে নিতে কষ্ট হয়। যাইহোক কে সরকার হলো এটা আমাদের দেখার বিষয় না। দেশের উন্নয়ন হচ্ছে এটাই মিথ্যা না। দেশের অনেক উন্নতি হইছবে৷ তবে আরো উন্নয়ন করার আগে সরকারের এটার উপর নজর দেওয়া উচিৎ যে কিভানে ডলারের দাম কমানো যায়। কারন ডলারের দাম কমাইলেই পন্যের দাম কমানো সম্ভব। আর খাদ্য পন্যের দাম কমাইলের দেশের মানুষ খুশি।