Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BTC_pokaop
on 20/01/2024, 08:47:35 UTC
মার্কেট আপডেট :

বিটকয়েন ৪০৩০০$ এ শক্তিশালী সাপোর্ট আছে সেটা যদি ভেঙে দেয় মার্কেট $৩৮০০০ ডলারএ যেতে পারে বা ৩৬০০০$ এ। তবে সেটা সম্ভবনা খুবই কম।  মার্কেট হয়ত ৪০৩০০$ এখান থেকে পাম্প করতে পারে। তাহলে আমরা পরবর্তীতে বিটকয়েনকে ৪৫০০০০$ এ দেখতে পারি। তার সাথে যারা অন্য কয়েন কিনে রাখছেন বা লসে আছেন তাদের বলব একসাথে কখনও সব ডলার ইনভেস্ট করবেন না। একটা কয়েন এ আপনি DCA করে বাই করবেন তাতে লস কম হবে লাভের চান্স বেশি হবে। যাক লসে থাকলে হোল্ড করুন। মার্কেট যদি বেশি ডাউন ও হয়, খুব দ্রুত রিকোভার হবে ইন শা আল্লাহ।

🙂কপি পেস্ট করা যারা মাইনিং করে তাদের জানানোর জন্য 😊
কপি করে পোস্ট করেছেন তার জন্য আপনার উৎসর লিংকটি অ্যাড করে দেওয়া উচিত ছিল। আর আপনি যেরকম ভাবে ভবিষ্যৎবাণী করে দিলেন এটা কি আদো সত্যি হবে , এরকম ভবিষ্যৎবাণী আদৌ যুক্তিযুক্ত নয়। যখন বিটকয়েন মার্কেটে চাহিদা বেড়ে যায় তখন মার্কেটে দাম বাড়তে থাকে। কোন যখন মার্কেটে অনেকেই সেল করে দিতে শুরু করেন, সে সময় আবার মার্কেট ডাউন হতে দেখা যায়। বিটকয়েন মার্কেটের বৈশিষ্ট্য দাম কমবে বাড়বে।