Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 21/01/2024, 09:02:02 UTC
এটি খুব গুরুত্বপূর্ণ। তবে বাঙালিরা যেমন তাতে এটা এখানে পোস্ট করা উচিৎ না। কারণ তারা মেরিট এর মতো ট্রাস্ট নিয়াও উলটা পালটা শুরু করবো ভাই। বিভিন্ন ইভেন্ট এর সুযোগ নিয়া অনেকেই অনেকগুলা মাল্টি একাউন্ট কইরা রাখছে এটা সবাই জানেন যেগুলা দিয়া মেরিট ট্রানজেকশন করে নিজেরাই এরপর ট্রাস্ট সিস্টেম জানলে এইটা নিয়া যে কি করবো তা ভাবা যায় না। যদি কারো মুরাদ থাকে তারা এই বিষয়গুলা খুইজা বাইর কইরা নেজে নিজে বুঝুক আর যারা এমন কষ্ট কইরা নিজেই এইসব বাইর কইরা পইড়া বুঝতে পারে তারা আশা করা যায় ট্রাস্ট সিস্টেমের কোনো অপব্যবহার করবার জাইবো না।

এই এবিউজ এর ভয়ের কারনেই মূলত সাহসে কুলায় না। আমাদের বাংলাদেশ থ্রেড এর প্রায় বেশিরভাগ ইউজারদের নামে এলিগেশন লেগে আছে। নানান সময়ে নানান যায়গায় এবিউজ, চিটিং সহ আরো কতো কিছু করে যাচ্ছে। মানুষ না বুঝে যেসব কাজ করে, সেগুলো আসলে ক্ষমা করে দেয়া উচিৎ। অনেকেই আছে যে নতুন অবস্থায় এসে নিয়ম কানুন যানে না, তখন তারা কিছু ভুল করে ফেলে। সেগুলো আসলে ক্ষমার যোগ্য। কিন্তু যখন একজন মানুষ ফোরামে অলরেডি ভালো একটা সময় পার করেছে এবং ফোরামের প্রায় সকল নিয়ম কানুন জানে, কিন্তু বেশি দ্রুত এগিয়ে যাওয়ার আশায় ফোরামের রুলস তোয়াক্কা না করে আকাম কুকাম করে বসে, তারা কি ক্ষমার যোগ্য? খুব রিসেন্টলি আমাদের থ্রেডের একজন এরকম কাজ করেছে। এগুলো কি মাফ করার মতো?