Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 22/01/2024, 02:34:48 UTC
যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি। যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।

আমিও এই পোস্ট টি আগে পরেছিলাম, কিন্তু ভুলে গেইয়েছিলাম কখন কোথায় পরেছি। যাই হোক, গাইড টা একদম সাবলিল ভাষায় অনুবাদ করা হয়েছে। এর চাইতে ডিটেইল আর কোনোভাবে আসলে লেখা যায় না। আশা করি আমাদের লোকাল কমিউনিটি এটার সঠিক ব্যাবহার করবে। মূলত এরকম দরকারি পোস্ট পাওয়া যায়না বলেই আমি ইনফরমেটিভ পোস্ট আরকাইভ নামের একটা পোস্ট লিখতে চেয়েছিলাম যেটা প্রতি মাসে আপডেট করে করে পোস্ট করবো ভেবেছিলাম। যেহেতু রোক্সানা একাউন্ট পোস্ট করার কথা বলছিলো, তাই আমি ওনার ওপরে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, হাতে কিছু অনুবাদের কাজ আছে এই মুহূর্তে, যেগুলো করার পর আমি একটু সময় পাবো। জানুয়ারী মাস শেষ হলেই ইনফরমেটিভ পোস্ট গুলো এক সাথে করে একটা লিস্ট বানাবো।

ট্রেজর হার্ডওয়্যার ওয়ালেট এর থার্ড পার্টি সাপোর্ট সেন্টার হ্যাক হয়েছিলো। এবং ২০২১ সাল থেকে যেসব গ্রাহক তাদের সাপোর্ট এ যোগাযোগ করেছে, তাদের সকলের ইমেইল এড্রেস এবং নিক নেম হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। সে ইউজারের পরিমান ৬৬০০০। এমনকি তারা কিছু গ্রাহক কে সিড পাঠানোর জন্য অফিশিয়াল ইমেইল থেকে মেইল ও করেছে। যদিও ট্রেজর দাবি করছে যে কোনো গ্রাহকের ফান্ড লস হয় নি। https://blog.trezor.io/trezor-security-update-stay-vigilant-against-potential-phishing-attack-bb05015a21f8