Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 21/01/2024, 14:27:02 UTC
এটি খুব গুরুত্বপূর্ণ। তবে বাঙালিরা যেমন তাতে এটা এখানে পোস্ট করা উচিৎ না। কারণ তারা মেরিট এর মতো ট্রাস্ট নিয়াও উলটা পালটা শুরু করবো ভাই। বিভিন্ন ইভেন্ট এর সুযোগ নিয়া অনেকেই অনেকগুলা মাল্টি একাউন্ট কইরা রাখছে এটা সবাই জানেন যেগুলা দিয়া মেরিট ট্রানজেকশন করে নিজেরাই এরপর ট্রাস্ট সিস্টেম জানলে এইটা নিয়া যে কি করবো তা ভাবা যায় না। যদি কারো মুরাদ থাকে তারা এই বিষয়গুলা খুইজা বাইর কইরা নেজে নিজে বুঝুক আর যারা এমন কষ্ট কইরা নিজেই এইসব বাইর কইরা পইড়া বুঝতে পারে তারা আশা করা যায় ট্রাস্ট সিস্টেমের কোনো অপব্যবহার করবার জাইবো না।
এই এবিউজ এর ভয়ের কারনেই মূলত সাহসে কুলায় না। আমাদের বাংলাদেশ থ্রেড এর প্রায় বেশিরভাগ ইউজারদের নামে এলিগেশন লেগে আছে। নানান সময়ে নানান যায়গায় এবিউজ, চিটিং সহ আরো কতো কিছু করে যাচ্ছে। মানুষ না বুঝে যেসব কাজ করে, সেগুলো আসলে ক্ষমা করে দেয়া উচিৎ। অনেকেই আছে যে নতুন অবস্থায় এসে নিয়ম কানুন যানে না, তখন তারা কিছু ভুল করে ফেলে। সেগুলো আসলে ক্ষমার যোগ্য। কিন্তু যখন একজন মানুষ ফোরামে অলরেডি ভালো একটা সময় পার করেছে এবং ফোরামের প্রায় সকল নিয়ম কানুন জানে, কিন্তু বেশি দ্রুত এগিয়ে যাওয়ার আশায় ফোরামের রুলস তোয়াক্কা না করে আকাম কুকাম করে বসে, তারা কি ক্ষমার যোগ্য? খুব রিসেন্টলি আমাদের থ্রেডের একজন এরকম কাজ করেছে। এগুলো কি মাফ করার মতো?
এটাই ভাই, এই সমস্যার কারণে আমি Z_MBFM ভাইকে পূর্বেই এই সম্পর্কে পোস্ট ক্রিয়েট করা বা ভালোভাবে আমাদের বাঙালি যারা এ্যাব ইউজ করে তাদের সামনে এটা উপস্থাপন করতে না করেছিলাম। তারপরে আপনার সাথে সেদিন আলাপ আলোচনা করে যা বুঝলাম এটার প্রয়োজন আছে। যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি।
যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।
যাইহোক লিটল মাউস ভাইয়ের পোস্টে আবার কোট করে দিলাম যেহেতু এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে লিংক দেওয়ার থেকে কোট করলেই তোমার চোখে বেশি ভিজিবল হবে  Smiley
Translation from- https://bitcointalk.org/index.php?topic=5191802.0

আমাদের বাংলাদেশীদের মধ্যে ট্রাস্ট সিস্টেম ব্যবহার করার প্রবনতা নেই বললেই চলে, যদিও অনেক হাই র‍্যাংক আইডিও এই ট্রাস্ট সিস্টেম এর ভুল ব্যবহার করে থাকে। ট্রাস্ট সিস্টেমের যথার্থ ব্যবহারের জন্য, যত বেশি সম্ভব মানুষকে “ফিডব্যাক” এবং “ট্রাস্ট লিস্ট” এর মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপুর্ণ। ভুলবশত, ফোরামের বেশিরভাগ মানুষই “ট্রাস্ট” শব্দটিকে ফিডব্যাক এবং ট্রাস্ট দুইটার জন্যই ব্যবহার করে থাকে।

যখন আপনি এইটা সম্পুর্নরুপে বুঝতে পারবেন, এইটা ব্যবহার করা অত্যন্ত জরুরী।    
  • আপনি কি এমন একটি লেনদেন করেছেন যেখানে আপনার টাকা কিংবা অন্যকিছু হারানোর সম্ভাবনা ছিল? সেক্ষেত্রে ফিডব্যাক দিন।
  • আপনি কি এমন কাউকে দেখেছেন যারা অন্য মেম্বারদের সঠিক ফিডব্যাক দেয়? তাহলে তাদের আপনার ট্রাস্ট লিস্টে যোগ করুন।
যে কেউ ফিডব্যাক দিতে পারে, এবং যে কেউ তাদের ট্রাস্ট লিস্ট কাস্টোমাইজ করতে পারে।

কিন্তু তার আগে, পড়তে থাকুন এবং পার্থক্য বুঝে নিন।

যেহেতু এইটি নতুনদের জন্য একটি গাইডলাইন, আমি শুধু খুবই গুরুত্বপূর্ন দিকগুলো নিয়ে কথা বলব। আমি এইখানে সম্পূর্ন ডিটেইলস আলোচনা করতে পারবো না, কিন্তু সম্পুর্ন ডিটেইলস না জেনেও, অনেকেই তাদের ট্রাস্ট সিস্টেম ব্যবহারের ভুলগুলো শুধরে নিতে পারবে।

আমি TrustTestUser একাউন্টটি বিভিন্ন স্ক্রিনশট এবং লিংক তৈরী করার জন্য খুলেছি। দয়া করে এইটাকে কেউ নিজের একাউন্টে নিজে ফিডব্যাক দেয়া ভাববেন না, এই একাউন্ট অন্যা কোন কাজে ব্যবহার করার উদ্দেশ্য আমার নাই।



আপনার ট্রাস্ট লিস্টের সাথে ফিডব্যাক গুলিয়ে ফেলবেন না।
ট্রাস্ট ফিডব্যাকঃ ফিডব্যাক শুধুমাত্র তাদেরকেই দিন যাদের আপনি বিশ্বাস করেন কিংবা করেন না, অথবা নিউট্রাল কমেন্ট করুন।
ট্রাস্ট লিস্টঃ যাদের ফিডব্যাক আপনার কাছে সঠিক মনে হয় তাদের লিস্ট, মানে যেই মানুষগুলো অন্যদের ফিডব্যাক দেয় তাদের ফিডব্যাক আপনার কাছে সঠিক মনে হলে আপনার ট্রাস্ট লিস্টে তার ইউজারনেম যোগ করুন, পক্ষান্তরে তাদের (~username) দিয়ে দিন।



ট্রাস্ট ফিডব্যাক
ট্রাস্ট ফিডব্যাক (পজিটিভ/নিউট্রাল/নেগেটিভ) হল অন্যা কোন মেম্বারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার মতামত দেয়া। এক কথায়, আপনি কি কোন ব্যক্তির সাথে লেনদেনের ক্ষেত্রে বিশ্বাস করতেন কিংবা করতেন না তারই প্রতিফলন।

কোথায় পাবেনঃ যে কোন একজন মেম্বারের ইউজারনেমে কিক করুন এবং user's profile এ যান, তারপর Trust এ ক্লিক করে তাদের ফিডব্যাকগুলো দেখতে পাবেন (অনেক ক্ষেত্রে কিছু কিছু বোর্ডে মেম্বারদের ইউজারনেমের নিচে বাই ডিফল্ট এইটা দেখা যায়)
প্রতি ধরনের ফিডব্যাকের বিস্তারিত এইখানে দেয়া আছে, পড়ে নিন।
New feedback loading...
লক্ষ্য করুন, পজিটিভ, নিউট্রাল, নেগেটিভ সব ধরনের বর্তমানে যে ডিটেইলস দেয়া আছে তা কিছুদিন আগে পরিবর্তন করা হয়েছিল। যখন ট্রাস্ট ফ্লাগের ব্যবহার এডমিন নিয়ে আসে তখন এই পরিবর্তনও করা হয়।

পজিটিভ (+ হিসেবে দেখানো হয়)
  • যদি আপনি একটি ছোট লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক দেয়া উচিত নয়।
  • যদি আপনি এমন একটি লেনদেন করেন যেখানে মোটামুটি ভালো পরিমান অর্থ হারানোর ভয় ছিল, কিন্তু সব ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছিল, সেক্ষেত্রে আপনি পজিটিভ ফিডব্যাক দিতে পারেন।
  • কেউ যদি ভালো আচরণের মানুষ হয়, সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক দেয়া উচিত নয়।
  • যদি আপনি কাউকে বিশ্বাস করেন এবং মনে করেন সে স্ক্যাম করবে না, সে ক্ষেত্রে আপনি তার সাথে লেনদেন না করেও পজিটিভ ফিডব্যাক দিতে পারেন।

নিউট্রাল (=১ হিসেবে দেখানো হয়)
  • নিউট্রাল ফিডব্যাক সাধারনত কারো সম্পর্কে কিছু বলার জন্যে ব্যবহার করাই উত্তম, সেটা যেন কাউকে বিশ্বাস কিংবা অবিশ্বাসের জন্য না হয়। এইটা একটি ভালো ফিডব্যাক হতে পারে, যেমন ধরুন কেউ যখন আপনাকে সাহায্য করে।
  • বিটকয়েনটকে নিউট্রাল ফিডব্যাক অনেকটা আন্ডারভ্যালুড। নিউট্রাল ফিডব্যাক অনেকক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে মনে রাখবেন যেন সঠিক ব্যবহার হয়।

নেগেটিভ (- হিসেবে দেখানো হয়)

প্রতিটি ফিডব্যাকের পর রেজাল্টঃ
+1 / =1 / -1 loading...

কমেন্টস
বিস্তারিত সম্পুর্নরুপে লিখবেন। সবকিছু তুলে ধরার চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট রাখা যায়। যদি আপনার মনে হয় অনেক কিছু লিখতে হবে, তাহলে Reputation কিংবা  Scam Accusations এ একটি টপিক তৈরী করুন এবং রেফারেন্স লিংক এ উক্ত টপিকের লিংক দিন। যদি আপনি যুক্তির সাথে আপনার মতামত তুলে ধরেন তাহলে অন্যরা আপনার ফিডব্যাক বিশ্বাস করবে।

রেফারেন্স লিংক ব্যবহার করুন
ফিডব্যাকে রেফারেন্স দিয়ে আপনার ফিডব্যাকের সব তথ্যের লিংক করে দিন। এইটা অন্যদের জন্য সুবিধা হয়, তারা রেফারেন্স লিংকে গিয়ে ফিডব্যাক এর সত্যতা সম্পর্কে জানতে পারে।
রেফারেন্স লিংক দেয়ার সময় আপনি প্রমান চিরস্থায়ী রাখার জন্য Webpage archive ব্যবহার করতে পারেন।

দায়িত্বশীল হোন
যখন আপনার ক্ষমতা বাড়বে, আপনার দায়িত্বও বেড়ে যাবে (কে বলেছেন জানা নেই)। বিশেষ করে আপনি যখন ডিফল্টট্রাস্ট মেম্বার হবেন (কিংবা আপনি যদি ডিফল্টট্রাস্ট মেম্বার হতে চান), আপনি অবশ্যই অন্যকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে কিংবা অন্যভাবে ফিডব্যাক সিস্টেম এর অপব্যবহার করতে পারবেন না। আপনি যে ফিডব্যাকগুলো পাঠাবেন সেগুলোর মাধ্যমেই অন্যরা আপনার বিচক্ষনতা যাচাই করবে।
যদি এইখানে কেউ আপনাকে খারাপ ভাষায় কিছু বলে কিংবা খারাপ আচরণ করবে, তাদের ইগ্নোর করুন।

ফিডব্যাক মুছে ফেলা
Trust sumary তে গিয়ে আপনি যে কোন ফিডব্যাক মুছে ফেলতে পারেন। আপনি যে ফিডব্যাকগুলো পাঠিয়েছেন তার প্রতিটার সাথে ডিলিট অপশন থাকবে।
Trust summary for TrustTestUser loading...
শুধুমাত্র তখনই ফিডব্যাক ডিলিট করবেন যখন আপনি মনে করবেন উক্ত ফিডব্যাকটি সঠিক নয়। আপনি আগের নেগেটিভ ফিডব্যাক এর পরিবর্তে নিউট্রাল ফিডব্যাক ও দিতে পারেন যদি প্রয়োজনীয় মনে করেন। নিউট্রাল থেকে নেগেটিভ করতে হলে আগের নিউট্রাল ফিডব্যাক রেখে দেয়াই ভালো।

কি করবেন আর কি করবেন না
  • আপনার নিজের অন্য একাউন্টের জন্য পজিটিভ ফিডব্যাক দেবেন না (নিউট্রাল ফিডব্যাক দিতে পারেন)।
  • কেউ যদি ফোরামের নিয়ম মেনে না চলে তাহলে নেগেটিভ ফিডব্যাক দেবেন না। তার পোস্ট মডারেটরের কাছে রিপোর্ট করুন।
  • আপনার আল্টা একাউন্ট চিহ্নিত করার জন্য একটি আইডী থেকে অন্য আইডিতে নিউট্রাল ফিডব্যাক দিতে পারেন।  
  • কেউ আপনাকে নেগেটিভ দিয়েছে আর সে কারনে আপনি দিতে যাবেন না।
  • একইভাবে কেউ আপনাকে পজিটিভ ফিডব্যাক দিলে আপনিও পজিটিভ ফিডব্যাক দিতে যাবেন না।

নামমাত্র কিছু গাইডলাইন
এইখানে ট্রাস্ট সিস্টেমে মডারেটররা কোন হস্তক্ষেপ করে না। কিন্তু আপনি এইটাকে কিভাবে ব্যবহার করছে তা আপনার “ব্যবসায়িক সার্টিফিকেট” বলতে পারেন। উপরের গাইডলাইনটি ব্যবহার করুন। এইটা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি আমি কোনটিকে ভালো আচরণ মনে করি। ফিডব্যাক দেয়ার আগে আপনি আপনার নিজেকে প্রশ্ন করতে পারেনঃ “আমার ফিডব্যাক কি বিটকয়েনটককে একটি ভালো ফোরামে নিয়ে যাবে” এবং যদি নেগেটিভ হয়ঃ “কোন একটি কারনে কারো একাউন্ট কিংবা রেপুটেশন নষ্ট করা কি উচিত হবে?” যদি আপনার মনে হয় পজিটিভ কিংবা নেগেটিভ কোনটাই যাচ্ছে না, তখন চাইলে নিউট্রালও দিতে পারেন।

ট্রাস্ট ফ্লাগস
আমি আপাতত Trust Flags নিয়ে কিছু লিখবো না। যখন ট্রাস্ট ফ্লাগ ক্রিয়েট, সাপোর্ট কিংবা বিরোধীতা করবেন তখন সবকিছু পড়ে নেবেন। যদি কোন কিছু ভুল থাকে, তাহলে এইটা সাপোর্ট করবেন না।



ট্রাস্ট লিস্ট
আপনার ট্রাস্ট লিস্টে শুধু তাদেরকেই এড করুন যারা সঠিক ফিডব্যাক দিয়ে থাকে এবং যাদের ট্রাস্ট লিস্টে সঠিক ফিডব্যাক যারা দেয় তাদের এড করা হয়েছে। যারা ভুল ফিডব্যাক দিয়ে থাকে তাদের আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিন।
তার মানে এই যে আপনার ট্রাস্ট লিস্ট হবে অন্যদের জাজমেন্ট বা অন্যরা যে ফিডব্যাক দিচ্ছে তা আপনি কিভাবে দেখছেন। আপনার ট্রাস্ট লিস্টে অবশ্যই এমন মেম্বারদের এড করবেন না যাদের আপনি লেনদেনের ক্ষেত্রে বিশ্বাস করেন। আমি সবাইকে তাদের নিজস্ব custom Trust list তৈরী করার জন্য উৎসাহিত করছি। কিন্তু তা করার আগে, পড়তে থাকুন যাতে আপনি বুঝতে পারেন।

কোথায় খুজে পাবেনঃ যে কোন একজন ইউজার এর প্রোফাইলে ক্লিক করুন, তারপর ট্রাস্ট এ ক্লিক করুন এবং ট্রাস্ট সেটিং এ ক্লিক করুন।
ডিফল্ট ট্রাস্টকে আপনার ট্রাস্ট লিস্টে রাখার জন্যে আমি পরামর্শ দিচ্ছি যাতে আপনি DT1 এবং DT2 এর ফিডব্যাক বাই ডিফল্ট দেখতে পারেন। যে কোন মেম্বারের নাম এড করে আপনি তাদের আপনার ট্রাস্ট লিস্টে এড করতে পারেন। যে কোন মেম্বারের নামের আগে “~” এই চিহ্ন দিয়ে আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিতে পারেন। এড করা হয়ে গেলে, আপডেটে ক্লিক করুন। উদাহরণস্বরুপঃ
Trust list loading...
উপরের উদাহরণে, আপনি দেখতে পাচ্ছেন আমি cryptohunter কে আমার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিয়েছি এবং guitarplinker ও NLNico কে আমার ট্রাস্ট লিস্টে এড করেছি। আমার ট্রাস্ট লিস্টে ডিফল্ট ট্রাস্টও রয়েছে।
যদি আপনি খুব বেশি বুঝে না থাকেন, তাহলে ট্রাস্ট ডেপথ এ ২ দিন।

ট্রাস্ট লিস্ট তৈরী করার প্রভাব
আপনার ট্রাস্ট লিস্টে অন্য মেম্বারদের এড করার মধ্যে অনেক বড় প্রভাব রয়েছে কারন আপনি যাদের আপনার ট্রাস্ট লিস্টে (ডেপথ ০) এড করতেছেন তাদের ট্রাস্ট লিস্ট (ডেপথ ১) এবং উক্ত ব্যক্তিদের ট্রাস্ট লিস্টকে (ডেপথ ২) আপনি বিশ্বাস করতেছেন। (এইটা দেখতে পারেন বোঝার জন্য details beyond beginner level).
যখন আপনি আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট তৈরী করবেন, অনেক ফোরাম মেম্বারের ফিডব্যাক স্কোর পরিবর্তন হয়ে যাবে যা আগে ভিন্ন ছিল। আপনার নিজস্ব ট্রাস্ট লিস্ট এড না করলে একজন মেম্বারের ফিডব্যাক স্কোর কেমন হত তা দেখতে আপনি সবসময় ;dt এইটা যে কোন ইউ.আর.এল এর শেষে বসিয়ে দেখতে পারেন। (এইটা দেখতে পারেন example).

পাবলিক রেকর্ড
লক্ষ করুন সব ট্রাস্ট লিস্ট পাবলিকঃ theymos প্রতি সপ্তাহে একটি লিস্ট প্রকাশ করে থাকে, যেটা আমি আমার ট্রাস্ট লিস্ট ভিউয়ার এর জন্য ব্যবহার করে থাকি। আমি অতীতের রেকর্ড রেখে থাকি (বর্তমানে ৩৮ সপ্তাহের রেকর্ড রয়েছে)। আপনিও এই টুল ব্যবহার করতে পারেন, এটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন কাকে আপনার ট্রাস্ট লিস্টে এড করা উচিত।
আমি কোন তথ্য চেন্সর করিনাঃ আপনার ট্রাস্ট লিস্ট সবার নিকট উন্মুক্ত, সুতরাং, বিজ্ঞতার সাথে এইটি তৈরী করুন।

কি করবেন এবং কি করবেন না
  • কেউ যদি আপনাকে তাদের ট্রাস্ট লিস্টে এড করে, তাকে আপনার ট্রাস্ট লিস্টে এড করতে হবে এমন কোন কথা নেই। এইটি করতে যাবেন না।
  • কেউ যদি আপনাকে তাদের লিস্ট থেকে বাদ দেয়, আপনি তাদের বাদ দিতে যাবেন না। কেউ যদি আপনার ফিডব্যাক ট্রাস্ট না করে তাহলে আপনিও তাদের ফিডব্যাক ট্রাস্ট করবেন না এইরকম কোন কথা নেই।
  • কারো সাথে ট্রেড করলে তাদের আপনার ট্রাস্ট লিস্টে এড করবেন না। এমনকি যদি আপনি তাদেরকে লেন্দেন বিশ্বাস করেন, তার মানে এই না যে আপনি তাদের জাজমেন্ট বিশ্বাস করতে পারবেন। আমি মনে করি বেশিরভাগ মানুষ এই সাধারন ভুলটি করে থাকে।
  • আপনি আপনার নিজের আল্টা একাউন্ট আপনার ট্রাস্ট লিস্টে এড ক&