Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
MJSO22
on 22/01/2024, 15:34:14 UTC
যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি। যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।
Little Mouse ভাই যেহেতু এই বিষয়ে অনেক আগেই একবার ট্রান্সলেট করে পোস্ট করছিলো তাই আপনার এই quote কোরাটাই যথেষ্ট আবার নতুন কইরা কোনো পোস্ট করার দরকার নাই কারন এখনে যথেষ্ট সুন্দর বিবরন দেওয়া আছে। Little Mouse ভাই দেখি এইটা ২০২০ সালে ট্রান্সলেট করেছিলো আর এটা অনেক নিচে পইরা গেছে তাই এইটা মনে না থাকাটা স্বাভাবিক। আপনে যহন এইটা খুইজা পাইছেন আপনাকে ধন্যবাদ। আচ্ছা আগে একটা বিষয় নিয়ে পোস্ট হইছিলো কি না সেইটা বাইর করার কি কোনো টুলস আছে? শর্টকাট ব্যবস্থা কি?