Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 22/01/2024, 17:17:36 UTC
মূলত এরকম দরকারি পোস্ট পাওয়া যায়না বলেই আমি ইনফরমেটিভ পোস্ট আরকাইভ নামের একটা পোস্ট লিখতে চেয়েছিলাম যেটা প্রতি মাসে আপডেট করে করে পোস্ট করবো ভেবেছিলাম। যেহেতু রোক্সানা একাউন্ট পোস্ট করার কথা বলছিলো, তাই আমি ওনার ওপরে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, হাতে কিছু অনুবাদের কাজ আছে এই মুহূর্তে, যেগুলো করার পর আমি একটু সময় পাবো। জানুয়ারী মাস শেষ হলেই ইনফরমেটিভ পোস্ট গুলো এক সাথে করে একটা লিস্ট বানাবো।
সেটাইতো ভাই আমি তো এটার কথা ভুলেই গিয়েছিলাম, যার কাছে দায়িত্ব দিয়েছিলেন তাকে দেখলাম ফুল মেম্বার হওয়ার পর থেকে আমাদের লোকাল থ্রেডে খুবই কম একটিভ আবার এখন দেখি প্লাগোরিজম উনার একাউন্টে ট্যাগ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে।
যাই হোক আমি বলব এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনি নেন। একটা পোস্টকে প্রাইমারি রাখবেন সেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পোস্টগুলো লিস্ট আকারে রেখে দিবেন। আর প্রতি মাসে মাসে সেটিকে কোট করে লিস্টগুলো আপডেট করবেন। আর BitCoinDream ভাইয়ের নিকট অনুরোধ থাকবে যে আমাদের লোকাল থ্রেডের ও. পি. তে লিস্টের জায়গায় ৮ নম্বর নামের একটি নতুন লিস্ট অ্যাড Learn Bitcoin ভাই এর ওই প্রাইমারি পোস্টটিকে এড করে দিবেন।
চাইলে আমার এই লিস্ট থেকে কিছু সেখানে রাখতে পারেন- Wink
Quote
ট্রেজর হার্ডওয়্যার ওয়ালেট এর থার্ড পার্টি সাপোর্ট সেন্টার হ্যাক হয়েছিলো। এবং ২০২১ সাল থেকে যেসব গ্রাহক তাদের সাপোর্ট এ যোগাযোগ করেছে, তাদের সকলের ইমেইল এড্রেস এবং নিক নেম হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। সে ইউজারের পরিমান ৬৬০০০। এমনকি তারা কিছু গ্রাহক কে সিড পাঠানোর জন্য অফিশিয়াল ইমেইল থেকে মেইল ও করেছে। যদিও ট্রেজর দাবি করছে যে কোনো গ্রাহকের ফান্ড লস হয় নি। https://blog.trezor.io/trezor-security-update-stay-vigilant-against-potential-phishing-attack-bb05015a21f8
এটা তো ভাই ভয়ের খবর, যারা যারা ট্রেজর হার্ডওয়্যার ওয়ালেট পারচেজ করেছে তাদের মধ্যেই তো বেশিরভাগ ওই সাপোর্ট এ যোগাযোগ করেছে। এখন সেই ইউজারগুলো টার্গেটেড ফিশিং এটাক এর শিকার না হলে হচ্ছে। যেহেতু মেইল এর হ্যাকারদের হাতে গিয়েছে। ট্রেজর যত দাবি করুক ভবিষ্যতে যে গ্রাহকরা ফিশিং অ্যাটাক এর শিকার হয়ে ফান্ড লস এর শিকার হবে না এটার কোন গ্যারান্টি নেই। আর ফিশিং এটাক এর শিকার হলে প্রমানও থাকবে না যে ট্রেজর সাপোর্ট সেন্টার এক হওয়ার কারণে এটার ভিকটিম।

যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।