একটা পোস্টকে প্রাইমারি রাখবেন সেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পোস্টগুলো লিস্ট আকারে রেখে দিবেন। আর প্রতি মাসে মাসে সেটিকে কোট করে লিস্টগুলো আপডেট করবেন। আর BitCoinDream ভাইয়ের নিকট অনুরোধ থাকবে যে আমাদের লোকাল থ্রেডের ও. পি. তে লিস্টের জায়গায় ৮ নম্বর নামের একটি নতুন লিস্ট অ্যাড Learn Bitcoin ভাই এর ওই প্রাইমারি পোস্টটিকে এড করে দিবেন।
হ্যা ভাই আইডিয়াটা খারাপ না। সবগুলো গুরুত্বপূর্ণ টপিকস/পোস্টগুলো OP তে যদি এড করা হতো, তাহলে পেজে পেজে ঘুরে পোস্ট খোঁজা লাগতো না। অনেক ভালোভালো পোস্ট পেজের মধ্যে ধামাচাপা খেয়ে হারিয়ে গেছে। নিজস্ব লোকাল বোর্ড না পাওয়া অব্দি এভাবে পোস্টগুলো সেভ করা ছাড়া অন্য কোনো উপায় দেখতেছিনা।
সবাই এক্টিভ হয়ে যান মিয়া...
