যাই হোক আমি একটা ডোমেইন পারচেস্ট করতে চাচ্ছি। আপনাদের মধ্যে কারো কি ক্রিপ্ত কারেন্সি সাপোর্ট করে এমন ডোমেইন হোস্ট প্রোভাইডার এর এক্সপেরিয়েন্স আছে?
আমি লো কস্টে ভালো সিকিউর এবং প্রাইভেসি মেইনটেইন হবে এমন একটি ডোমেইন হোস্ট প্রোভাইডার ওয়েবসাইট খুজছি।

যদিও আমি ডোমেন হোস্ট কখনো ব্যবহার করিনি আমারও করার ইচ্ছা ছিল ছোটখাটো ফেসবুক বিজনেস চালাই সেটার জন্য, ভাই আপনি এই
https://www.hostinger.com/ ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। যদিও আমি নিজে এটি ব্যবহার করিনি তবে আমার এক পরিচিত কাছের বন্ধু রয়েছে সে এটি এক বছরের জন্য ইউজ করেছে তার কাছ থেকে শুনেছি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে এরকম গুলোর মধ্যে মোটামুটি ভালো।