সবাই এক্টিভ হয়ে যান মিয়া...

মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।
অনেক দিন পরে আমি এই বাংলা লোকাল থ্রেডে আসলাম। এখন এক্টিভ থাকার চেষ্টা করব। োএখন এই থ্রেডে কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা যদি কেউ বলতেন তাহলে উপকৃত হতাম।
এখানে বলার মত কিছু নাই, যা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা তো আপনি পোস্ট পড়লেই বুঝতে পারবেন। আপনার উচিত সর্বদাই এই লোকাল থ্রেডে এক্টিব থেকে কে কোন বিষয়ে পোস্ট করলেন সেই পোস্ট পড়া। যাইহোক, আশা করি এখন থেকে এখানে এক্টিব থেকে সকলের পোস্ট পড়বেন। যদি কেউ পোস্ট করেন সেই বিষয়ে আপনার জানা থাকে তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন।