Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
AirtelBuzz
on 23/01/2024, 04:21:55 UTC
মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।
আল্টকয়েন ফোরাম এখন ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে হয়তো ভবিষ্যতে বিটকয়েন ফোরামের মত হতে পারে। আমি মনে করি এই ডেভেলপমেন্টের অন্যতম কারণ হচ্ছে এখন বিটকয়েন ফোরামের অনেক সদস্য সেখানে তাদের একাউন্ট টেলিপোর্ট করে কাজ করছে যার ফলশ্রুতিতে সেখানকার পোষ্টের মান বৃদ্ধি পেয়েছে। আগে যখন আল্টকয়েন ফোরাম ছিল তখন এরকম কোন নোটিফিকেশন বট সিস্টেম চালু ছিল না এমনকি কারো অ্যাকাউন্ট এর নিচে সবুজ চিহ্ন দেখা যায়নি যেটা রিসেন্টলি যুক্ত করা হয়েছে।