মিয়া,,, সিনিয়র মেম্বার হওয়ার মেরিট অর্জন করার জন্য অভিনন্দন। আর আপনার জন্য আপডেট নিউজ হলো, অল্টকয়েন টকে টেলিগ্রাম বট সিস্টেম আপডেট আনা হয়েছে। এখন কেউ মেনশন করলে বুঝতে পারবেন।
এখনো হই নাই....
সত্যি বলতে আমার অল্টকয়েনটকের ইন্টারফেসটা একদম ভালো লাগেনা, চোঁখে বাজে, কি সব হাবিজাবি ইনিমেশন/ইমেজ দিয়ে রাখছে। এর থেকে ভালো কোনো কিছু নাই রাখা, কারণ কোয়ালিটি বাজে লাগছে আমার কাছে। কিন্তু বিটকয়েনটকে এমন কখনো মনে হয়নি। পুরানো দিনের, ফ্রী ফেসবুকের ইন্টারফেসের কথা মনে আছে? বিটকয়েনটক ঠিক তেমনই। বিটকয়েনটকের ইন্টারফেস থেকে সবসময় একটা ক্লাসিক/এসথেটিক/রেটরো ভাইব পাই যা কখনো অল্টে পাইনি।
বটের পোস্ট লিংকটা আমাকে মেসেজে দিয়েনতো, আমি খুজে পাইনা কিছু।