Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
synchronym
on 01/02/2024, 05:16:27 UTC
বাঙালি কি কখনো শুধরাবে না?
শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।

ভাই যখন আপনারা বলেন বাঙ্গালিরা শুধরাবে না বা বাঙালিরা ভালো হবে না তখন যেন কেমন লাগে  Roll Eyes তখন মনে পইড়া যায় আরে আমরা নিজেরাও তো বাঙালি।
সত্যি বলতে এই কথাগুলো শুনতে খুবই খারাপ লাগে বাঙালিরা আর ভালো হবে না বা বাঙালিরা কোনদিন শোধরাবে না । মূলত সব বাঙালি তো খারাপ হয় না হয়তোবা এক দুজনের জন্য সমস্ত বাঙালির নাম খারাপ হচ্ছে ।এতে করে বাঙালি জাতির নাম খারাপ হচ্ছে অবশ্যই তাদেরকে শুধরানো উচিত ।যে সমস্ত বাঙালিরা তাদের লোভ  সামলাতে না পেরে লোভের বর্ষ ভর্তি হয়ে এ সমস্ত স্কাম কাজগুলো করে তাদের উদ্দেশ্য বলব আপনাদের জন্য বাঙালি জাতির নাম খারাপ করবেন না।