এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা। এগুলা কোন ধরনের বলদ যে বারবার যেখানে এরকম ঘটনা ঘটতেছে সেখানে কিভাবে কত টাকা বিনিয়োগ করতে পারে। আপনার লিংক থেকে ভিডিও দেখলাম একজন কেদে কেদে বলতেছে যে তার সারা জীবনের যত সঞ্চয় ছিল সব নিয়ে গেছে ভাই সত্য বলতে ওই জায়গার সাংবাদিক যদি আমি হতাম তাহলে আমি তারে জিগাইতাম যে ভাই আপনার বিচি রেখে গেলো কেনো।
ভাই আপনার মত আসলে আমি চিন্তা করে দেখিনি কখনো, কিন্তু আপনার পয়েন্ট গুলো অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে ভাই টাকা নিয়ে গেলে তো টাকা পরবর্তীতে পাওয়া যায় বা যেকোন ভাবে উপার্জন করা যায়। কিন্তু যদি ভাই বিচি নিয়ে যায় তাহলে তো ভাই বিচি লাগানো যায় না কিনতেও পাওয়া যায় না এখানে মনে হয় সব থেকে বড় মুশকিলটা।

এজন্য এটা রেখে মনে হয় বাদবাকি সব ইনভেস্ট করছে। আর যারা আসলে প্রকৃতপক্ষে শুধরাবে না টারা ভাই বিচি নিয়ে গেলেও শুধরাবে না তারা ওই ভাবেই থাকবে।
