হ্যাঁ ভাই সেটাই। এরা চায় "২৫ দিনে পয়সা ডাবল" করতে। এই টাকা দিয়ে যদি কোনো ছোটখাটো ব্যবসাও করতো, দোকান দিতো, তাও মাসশেষে ভালো ইনকাম হতো। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এখন রাতারাতি রাস্তার ফকির হয়ে বসে আছে। পার্সোনালি আমার এদের অবস্থা দেখে একটু খারাপই লাগতেছে, কিন্তু আবার উল্টাদিকে মেজাজও খারাপ হচ্ছে। বেটা তুই করলি টা কি!!
বাংলাদেশে অনেক নামি একতা কোম্পানি ছিলো ডেসটিনি ২০০০ লিমিটেড। এদের ধোকার পর থেকে একই মডেলে বাংলাদেশে আরো হাজারো কোম্পানি এসেছে। যারা হাজার কোটি টাকা ছিনিয়ে না নিলেও শত কোটি টাকা নিয়ে গেছে সাধারন মানুষের। আর সাধারন মানুষ এই ব্যাপারগুলোতে কখনোই সাবধান হওয়ার প্রয়োজন মনে করে নাই। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকেও তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাধারনত, একটা জিনিস বার বার ঘটতে থাকলে মানুষ সতর্ক হয়ে যায়, সরকার সেটা নিয়ে প্রচার প্রচারনা করে, কিন্তু এই ব্যাপারে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। ছোট বেলায় টিভিতে দেখতাম এসিড মারার শাস্তি নিয়ে বিজ্ঞাপন দিতো, সেই এওকই রকম বিজ্ঞাপন এখন দেয়াটা জরুরী হয়ে পরেছে। বাংলাদেশে ট্রাস্টেড যেসব কোম্পানি ছিলো, যেমন রিং আইডি, এরা যখন এই পিরামিড স্কিম চালু করে, তখনই আমি বুঝেছিলাম যে এরাও স্ক্যাম করবে, এবং হলোও সেটাই।