শুধরাবে না আর ভাই।
আমাকে এক বাঙালি ভাই ৮০ ডলার স্ক্যাম করলো। বাঙালি বলেই কম পেমেন্টে বাউন্টি টপিক পোস্ট করেছিলাম আর বিশ্বাস করেছিলাম। অর্ধেক পেমেন্ট করে বাকিটা আর পে করে নাই। চিন্তা করেন কেমন ছোটলোক।
আমার সাথেও এমন ঘটছে। ১০০ ডলারের একটা কাজ করছিলাম একজনের। এডভান্স ৫০ ডলার পেমেন্ট করছিল, বাকিটা কাজ জমা দেয়ার পর। কাজ জমা দেয়ার পর থেকে গায়েব, চ্যাট সব উধাও, লল 😂
এইসব বোকার দলের খালি টাকাপয়সা না বিচি সহ নিয়া যায়না কেনো স্কামাররা.....
উচিৎ শিক্ষা হইছে ভাই। এই সুদানির ফুয়া গুলা জীবনেও ঠিক হবে না। পাবলিক এটা কেনো বুঝে না দুনিয়ায় কেউ কাউকে মাগনা কিছুই দিয়ে দেয় না.....
হ্যাঁ ভাই সেটাই। এরা চায় "২৫ দিনে পয়সা ডাবল" করতে। এই টাকা দিয়ে যদি কোনো ছোটখাটো ব্যবসাও করতো, দোকান দিতো, তাও মাসশেষে ভালো ইনকাম হতো। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে এখন রাতারাতি রাস্তার ফকির হয়ে বসে আসে। পার্সোনালি আমার এদের অবস্থা দেখে খারাপই লাগতেছে, কিন্তু আবার মেজাজও খারাপ হচ্ছে। বেটা তুই করলি টা কি!!