প্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]

আমি এতগুলো পোস্ট করলাম তাও আবার প্রথম দশজন পোস্টদাতার মধ্যে এক নাম্বারে উইঠা আইয়া পরছি।
আমি চ্যাম্পিয়ন হইয়া গেছি
আমার মনে হইতাছে যদি @LB ভাই একটিভ থাকতো তাইলে সে এক নাম্বার পজিশনে থাকতে পারতো সে বিগত কয়েকদিন ধইরা আমাদের বাংলা ফোরামে একটিভ নাই তার জন্যই হয়তো আমার নাম এক নাম্বারে উইঠা আইছে।
ধন্যবাদ @CL ভাই প্রত্যেক মাসের অভারভিউ আমাদের সবার সামনে তুলে ধরবার জন্য। আমাদের লোকাল বোর্ড আরো বেশি কইরা আগাইয়া যাক সেই কামনা করি।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনাকে কংগ্রাচুলেশন। আপনি আবারও চেষ্টা করুন নিয়মিত একটিভ থেকে আরও বেশি পোস্ট করে পরবর্তী মাসে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সেই সাথে আমরাও চেষ্টা করব পরবর্তী মাসে ভালো একটিভ থেকে নিয়মিত পোস্ট করে আপনাকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই @Crypto Library ভাইকে যিনি অনেক পরিশ্রম করে সেরা ১০ জন পোস্টদাতা খুঁজে বের করেছেন।