Post
Topic
Board Other languages/locations
Re: জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
Negotiation
on 02/02/2024, 04:18:16 UTC
প্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]

ভাই এখানে সবার নামগুলো উল্লেখ করে মনে হচ্ছে যে সবার সাথে একটা ধাক্কা তৈরি করে দিছেন, সবার মনের মধ্যে একটা এমন ধরনের ধাক্কা তৈরি হয়েছে সবাই এখন একটিভ হচ্ছে এটা আসলে মজার একটা বিষয়। আসলে এখানে মজার বিষয়টা হচ্ছে কিছু মানুষ বাংলা বোর্ড থেকে মেরিট পেয়ে র‍্যাংক আপ আপ করছে এরপরে বাংলা বোর্ডে আর তারা পোস্ট করতে আসেনি এটা অনেক খারাপ একটা বিষয়,  অনেক ভালো লাগার মধ্যে এটা একটা খারাপ লাগে যেটা এক সময় তারা পোস্ট করেছিল এবং বেশ কিছু মেরিট পেয়েছিল। এরপরে তারা আর কখনো বাংলা বোর্ডের পোস্ট করতে আসে না,  কারণ তারা এখন সিগনেচার নিয়ে ব্যস্ত এবং সিগনেচার এর জন্য যা পোস্ট সেগুলোই তারা শুধু করে।