জানুয়ারি মাসের একটিভিটি এর জন্য আলাদা করে কোন কিছু বলার নেই কারণ বিগত মাসের পারফরমেন্স বিবেচনা করলে এ মাসে পোস্ট এক্টিভিটি এবং মেরিট আর্নিং অনেকটাই কম, তবে গত ডিসেম্বর মাসের থেকে চারটা পোস্ট এক্টিভিটি কম হলেও মেরিট এই জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
যদিও গত বছরের তুলনায় এ বছরের স্টারটিংটা ভালো কারণ গত বছর জানুয়ারি মাসে পোস্ট একটিভিটি হয়েছিল মাত্র ১৩৭ টি এবং মেরিট ট্রানজেকশন হয়েছিল মাত্র ৩০ টি। সে হিসেবে ধরতে গেলে গত বছরের স্টারটিং এর তুলনায় এ বছরের স্টারটিংটা তুলনামূলক ভালো। তবে রিসেন্ট মাসগুলোর এক্টিভিটি তুলনায় পারফরম্যান্স কিন্তু ডাউনফলে চলে যাচ্ছে।
আশা করি আমরা খুব শীঘ্রই আবার সামনের মাসগুলোতে পোস্ট একটিভিটি এবং মেরিট ট্রানজেকশন এর অ্যামাউন্ট গুলো আবার উপরের দিকে নিয়ে যেতে পারবো।
আমাদের বিগত মাস গুলোর তুলনায় একটিভিটি কমেছে, কিন্তু আমি মনে করি না আপনারা কেউ এই ব্যাপারে হতাশ হবেন। দুষ্ট গরুর চাইতে শুন্য গোয়াল ভালো। আমাদের থ্রেড এর কয়েকজন নিয়মিত মুখ এখন আর বাংলাদেশ থ্রেড এ দেখা যায় না। এখন আমি যদি তাদেরকে সুবিধাবাদি বলি, আপনারা কেউ কি রাগ করবেন নাকি? আমার তো খালি চুলকায়, উচিৎ কথা না বলে থাকতে পারি না। ওনারা এক প্রকার আমার অত্যাচারে এই থ্রেড থেকে বের হয়ে গেছে। অনেকে দেখলাম আবার গ্লোবাল বোর্ড এর পোস্ট এ গিয়ে মেরিট লেনদেন করছে। বেশ কয়েকটা ম্যাগা থ্রেড ইউজ করে মেরিট এদিক সেদিক করছে। কয়েকদিন আগে একজন আমাকে মেসেজ দিলো মেরিট দিয়ে হেল্প করার জন্য। ৮ টা মেরিট দিয়ে পরের রেংক এ যেতে হেল্প করলাম, ওনাকে মেসেজে বললাম যে ভাই আমাদের লোকাল থ্রেড এ একটিভ হোন। কিন্তু এর পর থেকে আর একটা পোস্ট ও দেখলাম না ওনার। সবাই ব্যাস্ত থাকতেই পারে। কিন্তু এভাবে পারলেন আপনারা?