Post
Topic
Board Other languages/locations
Re: জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
BD Technical
on 02/02/2024, 10:34:02 UTC
প্রথম দশজন পোস্টদাতা
1. AirtelBuzz [25]
2. Learn Bitcoin [23]
3. Bd officer [19]
4. DYING_S0UL [19]
5. Negotiation [19]
6. Shishir99 [15]
7. 2Pizza410000BTC [13]
8. Crypto Library [13]
9. synchronym [10]
10. BTC_pokaop [8]
আমি এতগুলো পোস্ট করলাম তাও আবার প্রথম দশজন পোস্টদাতার মধ্যে এক নাম্বারে উইঠা আইয়া পরছি।
আমি চ্যাম্পিয়ন হইয়া গেছি  Grin Grin
আমার মনে হইতাছে যদি @LB ভাই একটিভ থাকতো তাইলে সে এক নাম্বার পজিশনে থাকতে পারতো সে বিগত কয়েকদিন ধইরা আমাদের বাংলা ফোরামে একটিভ নাই তার জন্যই হয়তো আমার নাম এক নাম্বারে উইঠা আইছে।

ধন্যবাদ @CL ভাই প্রত্যেক মাসের অভারভিউ আমাদের সবার সামনে তুলে ধরবার জন্য। আমাদের লোকাল বোর্ড আরো বেশি কইরা আগাইয়া যাক সেই কামনা করি।
ভাই তোমাকে অভিনন্দন প্রথম হওয়ার জন্য। আর তুমি তোমার কঠোর পরিশ্রমে এর ফল ও পেয়ে গেছো। খুব শিগ্রই তুমি ফুল মেম্বার হয়ে যাবা আশা করি। তোমাকে দেখে আমি অনুপ্রাণিত হচ্ছি দিন দিন কেনোনা কিছুদিন আগেও তুমি আমাদের মতই ছোট ইউজার ছিলা এখনো মেম্বার হয়েই আছো তবে ফুল মেম্বার এর যোগ্যতা অর্জন করতাছো খুব শিগ্রই। তোমার সফলতা কামনা করছি এগিয়ে যাও আরো।