হ্যাঁ ভাই এই রিং আইডির কথা মনে করিয়ে দিলেন। আমার মনে হয় এই রিং আইডি টাই সবচেয়ে বেশি ভাইরাল ছিলো। এইটায় আমার অনেক দুরের এক চাচাতো ভাই হয়, তিনি মনে হয় ২০ হাজার টাকা ইনভেস্ট করেছিলেন। ৩-৪ টা আইডি ক্রিয়েট করেছিলেন, নিয়িমিত মনে হয় অ্যাড দেখলে আর ৪০০-৫০০ টাকার মতো পাওয়া যাইতো। আমাকেও এই বিষয়ে অফার করেছিলো আমি প্রথমে কিছুটা আগ্রহী হয়েছিলাম পরে ভাবলাম ২০ হাজার টাকা ইনভেস্ট করে রাখবো, সে আমার টাকা দিয়ে কি বা করবো হুদাই এড দেখলে টাকা কেন দিবে? এই কথা গুলো ভেবে আর বিনিয়োগ করি নাই, কয়দিন পরে শুনি রিং আইডি উধাও।
আমার মনে হয় যারা একবার এই ফালতু সাইড গুলোতে ইনভেস্ট করে মারা খাওয়ার পর দেহিন ভালো হইয়া যায়। কাউকে বলে লাভ নাই, আমার এক স্কুল ফ্রেন্ড একটা স্কাম সাইডে ১৫০০ টাকা বিনিয়োগ করছে আমি তাকে না করছি বিনিয়োগ করতে, তিনি তাও শুনে নাই। আশা করি শিগ্রই প্র্যাকটিক্যালি মারা খাইবো, তার পর ভালো হইবে, আর কোনদিন বলবে না কোন সাইডে ইনভেস্ট করবে।
ভাই, যতোই ভাইরাল হোক না কেনো, কেউ তো আর নিজের পকেট থেকে টাকা দিয়ে যাবে না। এড দেখিয়ে টাকা দেওয়া হচ্ছে দুনিয়ার সফল ব্যাবসা গুলোর মধ্যে অন্যতম। গুগলের তো একই ব্যাবসা। তারা কখনো দেয় নাকি এক্তা ব্যানার এড দেখার জন্য ১০০ টাকা ৫০ টাকা? বাংলাদেশের সিপিসি রেট মনে হয় দুনিয়ার সবচাইতে খারাপ রেট। এখানে কন্টেন্ট ভেদাভেদ এ ১ টাকা ২ টাকা দেয়। যেখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পারে না এর বেশি দিতে, সেখানে কোথাকার কোন রিং আইডি এতো টাকা দিবে। আজকে গুগল যদি এরকম স্কিম খোলে, যেনে রাখেন যে আগামী ৬ মাস পর গুগল নিজেরাও পালিয়ে যাবে। তবে গুগলের এগুলো করার কোনো দরকার নাই। এরা করবেও না।